|| ডেস্ক রিপোর্ট || আগামী ২৭ নভেম্বর থেকে মাঠে গড়াতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এরপর সমসংখ্যক ম্যাচের ওয়ানডে সিরিজে লড়বে এই দুই দল। সিরিজকে সামনে রেখে দক্ষিণ আফ্রিকার সকল খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়েছে। আর এই পরীক্ষায় করোনা ইতিবাচক প্রমাণিত হয়েছেন এক প্রোটিয়া ক্রিকেটার। একই সঙ্গে সেই ক্রিকেটারের সংস্পর্শে আসা আরও দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড (সিএসএ)। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের আসন্ন সিরিজকে সামনে রেখে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফসহ প্রায় ৫০ জনের করোনা পরীক্ষা করানো হয়েছিল। বায়ো সুরক্ষিত পরিবেশে প্রবেশের আগে তাঁদের এই পরীক্ষায় আওতায় আনা হয়েছিল। সেই পরীক্ষায় এক ক্রিকেটারের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সঙ্গে তাঁর সংস্পর্শে আসা আরও দুই জনকে আইসোলেশনে রাখা হয়েছে। সেই ক্রিকেটারের নাম না জানায়নি সিএসএ। বিজ্ঞপ্তিতে বলা হয়, 'একজন খেলোয়াড় পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ থাকা দুই ক্রিকেটারকে চিকিৎসক দল পর্যবেক্ষণ করছেন। তিন জন খেলোয়াড়কেই তাৎক্ষণিক আইসোলেশনে পাঠানো হয়েছে।' তবে আসন্ন সিরিজকে সামনে রেখে এখনই তাঁদের বদলি হিসেবে কাউকে নিচ্ছে না টিম ম্যানেজমেন্ট। তবে আন্তঃ দল অনুশীলনে দুইজন বদলি নেয়া হবে। 'এই পর্যায়ে, আসন্ন সিরিজের জন্য এই খেলোয়াড়দের বদলি হিসেবে কাউকে নেয়া হবে না, তবে ২১ নভেম্বর শনিবার আন্তঃ দল অনুশীলন ম্যাচের উদ্দেশ্যে দুজন বদলি খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হবে।'
|| ডেস্ক রিপোর্ট || আগামী ২৪ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে প্রেসিডেন্টস কাপে দুর্দান্ত অধিনায়কত্ব করা নাজমুল হোসেন শান্তকে। সদ্য শেষ হওয়া প্রেসিডেন্টস কাপে নাজমুল একাদশের অধিনায়ক হিসেবে থাকা শান্ত টুর্নামেন্ট জুড়ে দেখিয়েছেন দুর্দান্ত পারফরম্যান্স। ব্যক্তিগত, দলীয় উভয় দিক দিয়েই দলকে ফাইনাল পর্যন্ত তুলেছিলেন। ইতোমধ্যেই আসন্ন এই টুর্নামেন্টের চার দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে। বাকি ছিল শুধু রাজশাহীর। প্রেসিডেন্টস কাপের পারফরম্যান্সের পর এবারও রাজশাহীকে নেতৃত্ব দেওয়ার গুরুভার পড়বে তাঁর উপর এটা আগে থেকেই অনুমেয় ছিল। হলও তাই। বৃহস্পতিবার নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে শান্তর হাতে অধিনায়কত্বের গুরুভার তুলে দেন দলটির চেয়ারম্যান রাজ্জাক খান। জার্সি উন্মোচন এবং অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয় ফ্র্যাঞ্চাইজিটির থিম সংও। উদ্বোধনী ম্যাচেই বেক্সিমকো ঢাকার বিপক্ষে লড়বে শান্তর রাজশাহী। প্রেসিডেন্টস কাপের শিরোপা হাতছাড়া হলেও আসন্ন এই টুর্নামেন্টে শিরোপা জয়ে মুখিয়ে রয়েছেন শান্ত। শান্ত বলেন, 'আমার কাছে মনে হয় যে অনেক লম্বা একটা টুর্নামেন্ট তাই আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আগাতে চাই। দল নিয়ে অনেক কথা হচ্ছে কিন্তু আমি মনে করি যে ঘরোয়া ক্রিকেটে যারা পারফর্মার প্রতিবছর যারা ভালো ক্রিকেট খেলে তারাই আমাদের দলে আছে। দল নিয়ে বলব যে খুব ভালো একটা দল হইছে। আমরা চ্যাম্পিয়নশিপের জন্যই খেলব।' উল্লেখ্য গেল ১২ নভেম্বর সর্বপ্রথম নিজেদের অধিনায়কের নাম ঘোষণা করে ফরচুন বরিশাল। জাতীয় দলের ওয়ানডে দলপতি তামিম ইকিবালের ওপর বর্তেছে বরিশালকে নেতৃত্ব দেওয়ার গুরুভার। এরপর ১৭ নভেম্বর মাহমুদউল্লাহকে অধিনায়ক ঘোষণা করে জেমকন খুলনা। বুধবার বেক্সিমকো ঢাকার একটি সূত্র থেকে নিশ্চিত করা হয় তাঁদের নেতৃত্ব দেবেন মুশফিকুর রহিম এবং সন্ধ্যায় গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক হিসেবে মোহাম্মদ মিঠুনের নাম ঘোষণা করা হয়। মিনিস্টার গ্রুপ রাজশাহী: মোহাম্মদ সাইফউদ্দিন, শেখ মেহেদি হাসান, নুরুল হাসান সোহান, নাজমুল হোসেন শান্ত, ফরহাদ রেজা, মোহাম্মদ আশরাফুল, আরাফাত সানি, এবাদত হোসেন, ফজলে রাব্বি, রনি তালুকার, আনিসুল হক ঈমন, রেজাউর রহমান, রাকিবুল হাসান, জাকের আলি অনিক, মুকিদুল ইসলাম মুগ্ধ, সানজামুল ইসলাম।
|| ডেস্ক রিপোর্ট || ২০২৩ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে। সেই বিশ্বকাপে খেলতে হলে এবার বাছাই পর্বে উতরাতে হবে টেস্ট খেলুড়ে দেশগুলোকে। বাছাই পর্ব শেষে শীর্ষ ৮ দলকে নিয়ে হবে বিশ্ব ক্রিকেটের এই জমজমাট আসর। আগামী বিশ্বকাপ খেলতে হলে তাই শীর্ষ ৮ দলের মধ্যে জায়গা করে নিতে হবে সাকিব, তামিম, মুশফিকদের! ২০১৯ বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেনি মাশরাফি বাহিনী। পার্শ্ববর্তী দেশ ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব ক্রিকেটের ১৩ তম আসরকেই পাখির চোখ করেছিলেন সাকিব, মুশফিক, তামিম, মাহামুদউল্লাহরা। এই বিশ্বকাপই যে তাদের জন্য শেষ বিশ্বকাপ হতে পারে। দেশের জন্য কিছু করার শেষ সুযোগটা তাই তাঁরা অবশ্যই কাজে লাগাতে চাইবেন। কিন্তু এবার পথটা যে বেশ কঠিন। র্যাঙ্কিংয়ের সেরা ৮ দল গত বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল। এবার বিশ্বকাপ খেলতে হলে আর র্যাঙ্কিংয়ের হিসেব থাকছে না। পেরোতে হবে বাছাই পর্ব। বাছাই পর্বের মাধ্যমেই শীর্ষ ৮ দল সরাসরি ভারত বিশ্বকাপের বিমান ধরতে পারবে। বিশ্বকাপের আগামী আসরে অংশ নিবে মোট ১৩ টি দেশ। টেস্ট খেলুড়ে ১২ টি দেশের সঙ্গে নেদারল্যান্ডস। এই তেরোটি দেশের প্রত্যেকে বাছাই পর্বে ৪টি হোম ও ৪টি অ্যাওয়ে সিরিজ খেলবে এবং প্রত্যেকটি সিরিজে হবে ৩টি করে ওয়ানডে। অর্থ্যাৎ এই বাছাইপর্বে প্রত্যেকটি দলকে ৮ টি সিরিজে মোট ২৪ টি ম্যাচ খেলতে হবে। প্রতিটি ম্যাচ জয়ের জন্য বিজয়ী দল পাবে ১০ পয়েন্ট, টাই বা পরিত্যাক্ত হলে দুই দলকে পয়েন্ট ভাগ করে দেয়া হবে এবং পরাজিত দলের জন্য থাকছে না কোন পয়েন্ট। সেক্ষেত্রে ২৪ ম্যাচে মোট ২৪০ পয়েন্টের জন্য খেলবে দেশগুলো। বাছাই পর্ব শেষে পয়েন্ট তালিকার শীর্ষ ৮ দল খেলবে ২০২৩ এর বিশ্বকাপ। যেখানে ভারত স্বাগতিক হওয়ায় তারা সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। এর ফলে বাংলাদেশকেও বাছাই পর্বের সেরা ৮ দলে জায়গা করে নিতে হবে। বাছাই পর্বে ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে চারটি সিরিজ খেলবে তারা। বিদেশের মাটিতে বাকি চারটি সিরিজ নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা এবং আয়ারল্যান্ডের বিপক্ষে। এই আটটি সিরিজের ২৪ টি ম্যাচের মধ্যে কমপক্ষে ১৭ টি ম্যাচ জিততে হবে বাংলাদেশকে। পয়েন্টের হিসাবে ২৪০ এর মধ্যে ১৭০ পয়েন্ট পেলেই সরাসরি ২০২৩ বিশ্বকাপ খেলতে পারবেন সাকিব, মুশফিকরা। বিশ্বকাপ বাছাই পর্বে বাংলাদেশের প্রথম সিরিজ আগামী বছরের জানুয়ারীতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঐ সিরিজের মাধ্যমেই ২০২৩ বিশ্বকাপের মিশন শুরু করবে তাঁরা।
|| ডেস্ক রিপোর্ট || আসন্ন বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকার হয়ে খেলবেন জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। দলটির অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করতে দেখা যাবে অভিজ্ঞ এই ক্রিকেটারকে। এই টুর্নামেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো ঢাকার হয়ে খেলতে নামবেন মুশফিকুর। আর বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত ডানহাতি এই ব্যাটসম্যান। সম্প্রতি এক ভিডিও বার্তায় এমনটাই জানান মুশফিক। তিনি বলেন, 'আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সবচাইতে প্রথম ব্যাপার বেক্সিমকো ঢাকায় এই প্রথমবারের মতো আমি অংশগ্রহণ করতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক বড় এক্সাইটিং একটা ব্যাপার। আর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি এই প্রথম এই ফরম্যাটে বাংলাদেশে খেলা হবে। তো আমরা সবাই অনেক এক্সাইটিং।' আসন্ন এই টুর্নামেন্টে ঢাকা যেমন এক দিকে দলে ভিড়িয়েছে মুশফিক, রুবেল হোসেন,সাব্বির রহমানের মতো সিনিয়র খেলোয়াড়দের, তেমনি রাখা হয়েছে তানজিদ হাসান তামিম, নাসুম আহমেদ, আকবর আলিদের মতো তরুণ ক্রিকেটারদেরও। সিনিয়র-জুনিয়রদের মিশেলে গড়া দলটি নিয়ে বেশ আশাবাদী এই দলপতি। এ প্রসঙ্গে মুশফিক বলেন, 'আমি মনে করি অন্যান্য আরও যে টিম আছে, সবই অনেক ব্যালেন্সড হয়েছে। আমাদের টিমেও ইয়াং এবং এক্সপেরিয়েন্স দুইটা কম্বিনেশন আছে। তো আমরা চেষ্টা করবো ডেফিনিটলি।' 'বেক্সিমকো ঢাকা সবসময়ই চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট দিয়ে থাকে এবং এবারও সেটার ব্যতিক্রম ইন শা আল্লাহ হবে। তো আমরা অবশ্যই হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো যেন আমরা ফাইনাল খেলতে পারি এবং চ্যাম্পিয়নশিপটা অর্জন করতে পারি।'
|| ডেস্ক রিপোর্ট || আগামী গ্রীষ্মের জন্য নিজেদের পরিকল্পনার ছক কষছে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তাদের লক্ষ্য এই মৌসুমেই মাঠে দর্শক ফেরানো। ইতোমধ্যে সেই লক্ষ্যে কাজও শুরু করেছে তারা। ইসিবি তাদের আগামী মৌসুমের সূচিও চূড়ান্ত করে ফেলেছে। করোনাভাইরাসের বৈশ্বিক সংক্রমণের মধ্যে সবার আগে মাঠে ক্রিকেট ফিরিয়েছে ইংল্যান্ডই। ঘরের মাঠে তারা ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছে। দর্শক ফেরানো প্রসঙ্গে ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেছেন, 'এটা ইংল্যান্ডের ভক্তদের জন্য দারুণ একটি সম্ভাবনা এবং করোনার কারণে এটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আমরা আশাবাদী আগামী বছর দেশের মাঠে দর্শকদের আমন্ত্রণ জানানোর ব্যাপারে।' ২০২১ সালের আগস্ট-সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট খেলবে ইংল্যান্ড। পাঁচটি ম্যাচ হবে যথাক্রমে ট্রেন্ট ব্রিজ, লর্ডস, হেডিংলি, দ্য ওভাল এবং ওল্ড ট্রাফোর্ডে। এরপর শ্রীলঙ্কা এবং পাকিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে জুন-জুলাইয়ে। ম্যাচগুলো হবে ডারহাম, এজবাস্টন, ব্রিস্টল এবং কার্ডিফে। বেশ কয়েকটি দলের বিপক্ষে সিরিজ খেললেও আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইংলিশ অলরাউন্ডার মঈন আলী, 'সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দর্শকদের সামনে খেলা। এটা আসলেই অনেক বড় ব্যাপার। আপনি বুঝবেন কিভাবে তাদের শূন্যতা অনুভব করছি। যখন দেশের মাটিতে খেলি তারা বাড়তি অনুপ্রেরণা দেয়। আগামী বছর যদি দর্শক আসে তবে এটা দুর্দান্ত হবে। আমি মনে করি বিশ্বব্যপি খেলোয়াড়রা দর্শকদের শূন্যতা অনুভব করছে।'
|| ডেস্ক রিপোর্ট || করোনার বিরতি কাটিয়ে ক্রিকেটে ফিরেছে ভারত। ক্রিকেটে ফিরলেও এখনও ঘরের মাঠে ক্রিকেট ফেরাতে পারেনি দেশটি। তবে বিরতি কাটিয়ে অবশেষে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে দেশটি। বেঙ্গল টি-টোয়েন্টি চ্যালেঞ্জের মধ্য দিয়ে ঘরের মাঠে ক্রিকেট ফেরাচ্ছে বিশ্ব ক্রিকেটের অন্যতম প্রভাবশালী দেশটি। জৈব সুরক্ষিত পরিবেশে ইডেন গার্ডেনসে ২৪ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। ছয় দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। প্রতিটি দলে থাকছেন ১৫ জন করে খেলোয়াড়। এর ভেতর ৭ জন খেলোয়াড় আগের দলেই রয়েছেন। আর বাকি ৮ জন খেলোয়াড়কে দলগুলো খসড়ার মাধ্যমে ভেড়ানো হয়েছে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টটি। যেখানে প্রতিটি দল পরস্পরের বিপক্ষে দুইবার করে ম্যাচ খেলবে। পুরো টুর্নামেন্ট জুড়ে খেলা হবে ৩৩টি ম্যাচ। আশা করা যাচ্ছে শনিবার টুর্নামেন্টটির চূড়ান্ত সূচী ঘোষণা করা হবে। চূড়ান্ত সূচী প্রকাশিত না হলেও বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ক্যাব) পক্ষে থেকে জানানো হয়েছে, টুর্নামেন্টটির বেশিরভাগ ম্যাচই হবে রাতে। বরাবরের মতো এবারও থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া জানান, 'টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচই অনুষ্ঠিত হবে ইডেন গার্ডেনসের ফ্লাডলাইটের আলোতে। সকল খেলোয়াড়, কোচ এবং ম্যাচ অফিসিয়ালকে জৈব বলয়ে থাকতে হবে পুরো টুর্নামেন্ট জুড়ে।'
|| ডেস্ক রিপোর্ট || লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) উদ্বোধনী আসর এখনও মাঠে গড়ায়নি। কিন্তু এর আগেই একের পর এক বাঁধায় জর্জরিত হচ্ছে টুর্নামেন্টটি। করোনার কারণে কয়েকদফায় পেছানোর পর সূচী চূড়ান্ত হয়ে গেলেও সহসাই কাটছে না শনির দশা। কেননা আসন্ন এই টুর্নামেন্টে থাকছেন না বেশ ক'জন তারকা ক্রিকেটার। এলপিএলের উদ্বোধনী আসরে খেলা খেলা হচ্ছে না পাকিস্তানের তারকা ক্রিকেটার সরফরাজ আহমেদের। আসন্ন এই টুর্নামেন্টে গল গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলার কথা ছিল তাঁর। জাতীয় দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজে খেলার কারণে টুর্নামেন্টে অংশ নেয়া অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছে তাঁর। একই সঙ্গে খেলা অনিশ্চিত সরফরাজ সতীর্থ ওয়াহাব রিয়েজেরও। এদিকে এলপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে সাবেক লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গার। সেই সঙ্গে অংশ নেয়া নিয়ে অনিশ্চয়তা রয়েছে 'ইউনিভার্স বস' খ্যাত ক্রিস গেইলের। পাকিস্তানের ব্যাটসম্যান মোহাম্মদ হাফিজ এবং দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসও তাদের জাতীয় দলের সাথে প্রতিশ্রুতির কারণে টুর্নামেন্ট থেকে সরে এসেছেন বলে জানা গেছে। সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী আসন্ন এই টুর্নামেন্টে থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন ইংল্যান্ডের সাবেক পেসার লিয়াম প্ল্যাঙ্কেটও। অপরদিকে কলম্বো কিংসের কোচের পদ থেকে সড়ে দাঁড়িয়েছেন ডেভ হোয়াটমোর। তাঁর পরিবর্তে কোচের ভূমিকায় যোগ দিতে পারেন সাবেক ইংলিশ পেসার কবির আলী। এর আগে করোনা মহামারির কারণে ২৮ আগস্টে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টটি ২০ সেপ্টেম্বরে পিছিয়ে দেয়া হয়। পরে আবার সেটি পিছিয়ে ২৬ নভেম্বর ঠিক করে সূচী চূড়ান্ত করেছিল শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
|| ডেস্ক রিপোর্ট || অস্ট্রেলিয়ার মাটিতে তাঁদের বিপক্ষে সর্বশেষ ২০১৮ সালে ভারত। সেবার ৭১ বছরের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল কোহলি-পূজারারা। সেই সিরিজে নিষেধাজ্ঞার কারণে ক্রিকেট থেকে নির্বাসিত থাকায় দলে ছিলেন না অস্ট্রেলিয়ার ভরসাবান দুই ব্যাটসম্যান; স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। স্মিথ-ওয়ার্নারের অনুপস্থিতিতে ভারতীয় বোলারদের বোলিং তোপে নাজেহাল হয়ে পড়েছিলেন অজি ব্যাটসম্যানরা। চার ম্যাচের অ্যালান বোর্ডার সিরিজটি ভারত জিতে নিয়েছিল ২-১ ব্যবধানে। তবে গেল বছরে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরেছেন ওয়ার্নার-স্মিথ। রয়েছেন ভারতের বিপক্ষে আসন্ন সিরিজে দলেও। প্রতিপক্ষ দলে সময়ের সেরা এই দুই ব্যাটসম্যানের উপস্থিতি সিরিজকে আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করে তুলবে বলে মনে করছেন ভারতের টেস্ট স্পেশালিস্ট চেতেশ্বর পুজারা। পূজারা বলেন, '২০১৮-১৯ মৌসুমে ওদের (অস্ট্রেলিয়ার) যে ব্যাটিং লাইন-আপ ছিল, তার চেয়ে অবশ্যই শক্তি বাড়বে স্মিথরা ফেরায়। কিন্তু এটাও তো আমরা সকলে জানি যে, কোনো জয়ই সহজে আসে না। দেশের বাইরে সিরিজ জিততে গেলে অতিরিক্ত পরিশ্রম করতেই হবে।' স্মিথ-ওয়ার্নারদের সমীহ করলেও নিজেদের বোলিং ডিপার্টমেন্টের ওপর ভরসা ওপর আস্থা রাখছেন ভারতের এই ব্যাটসম্যান। অজি এই দুই তারকাকে খুব দ্রুতই ফেরাতে পারবে ভারতীয় বোলাররা, এমনটাই আশাবাদ ব্যক্ত করেন পূজারা। এ প্রসঙ্গে পূজারা বলেন 'কোনও সন্দেহ নেই, স্মিথ, ওয়ার্নার এবং ল্যাবুশেন দারুণ ব্যাটসম্যান। কিন্তু আমাদের বোলাররা জানে অস্ট্রেলিয়ার পরিবেশে কিভাবে বল করা দরকার। অস্ট্রেলিয়ার মাটিতে অতীতে সফল হয়ে এসেছে ওরা। সব হিসেব ওদের জানা আছে। আর যদি পরিকল্পনামাফিক চলা যায়, স্মিথ-ওয়ার্নারদের দ্রুত ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের বোলারদের রয়েছে।'
|| ডেস্ক রিপোর্ট || চলতি মাসের ২৪ তারিখ থেকে মাঠে গড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। ৫ দলের আসন্ন এই টুর্নামেন্টে ভালো করতে বেশ আত্মপ্রত্যয়ী উদীয়মান অলরাউন্ডার আফিফ হোসেন ধ্রুব। বাংলাদেশের ক্রিকেটে নতুন সম্ভাবনাময় অলরাউন্ডার ধরা হয় আফিফকে। বাঁহাতি মারকুটে এই ব্যাটসম্যান তাঁর ব্যাটিংয়ের সঙ্গে সঙ্গে ডান হাতের ঘূর্ণি দিয়ে ইতিমধ্যেই নজর কেড়েছেন সকলের। সদ্য সমাপ্ত প্রেসিডেন্টস কাপের শুরুতে প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি। যদিও পরে মাহামুদউল্লাহ একাদশের বিপক্ষে ৯৮ রানের অসাধারণ একটি ইনিংস খেলেছিলেন এই ২১ বছর বয়সী অলরাউন্ডার। বিপিএলের আদলে অনুষ্ঠিত হতে যাওয়া বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার ফরচুন বরিশালের হয়ে খেলবেন আফিফ। প্রথমবার বরিশালের হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি। এমনকি এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ভালো খেলতেও বেশ আশাবাদী খুলনায় জন্ম নেয়া এই তরুণ। সাংবাদিকের সঙ্গে আলাপচারিতায় আফিফ বলেন, 'ফরচুন বরিশাল নতুন একটি টিম, আমি খুবই এক্সসাইটেড। প্রথমবারের মত এই টিমে খেলছি। তো আশা করি এই টিমের জন্য ভালো কিছু করতে পারব। আর সকলে আমাদের জন্য দোয়া করবেন।' ২০১৭ সাল থেকে বিপিএলে নেই বরিশালের কোন ফ্র্যাঞ্চাইজি। বঙ্গবন্ধুর নামে অনুষ্ঠিত হতে যাওয়া এই টুর্নামেন্টে আবারো ফিরছে তারা। তাই নিজের সেরাটা দিয়ে এই ফ্রঞ্জাইটির হয়ে সর্বোচ্চ পারফর্ম করতে চান আফিফ। এজন্য সকলের কাছে দোয়াও চেয়েছেন তিনি। এ বিষয়ে তিনি আরো বলেন, 'ফরচুন বরিশাল আসলে অনেকদিন পর এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসছে। তো আশা থাকবে ফরচুন বরিশালের হয়ে অনেক ভালো কিছু করার। নিজের বেস্ট পারফর্মটা করে যাতে ফরচুন বরিশালের জন্য ভালো কিছু করতে পারি সেই আশা থাকবে। সকলে আমাদের জন্য দোয়া করবেন।'
|| ডেস্ক রিপোর্ট || বাংলাদেশের ক্রিকেটে ব্যাটিং স্তম্ভের মধ্যে একজন তামিম ইকবাল। তার ব্যাটের ছোঁয়াতে কত কত ম্যাচে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক আমির সোহেল কিনা তামিমকে বড় ম্যাচের খেলোয়াড় মানতে নারাজ! তিনি নাকি ফাইনালে বড় রানই সংগ্রহ করতে পারেন না! তামিম বিপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান। ২০১৮-১৯ বঙ্গবন্ধু প্রিমিয়ার লিগে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব করে দলটিকে চ্যাম্পিয়ন করেছিলেন তিনি। ঐ আসরের ফাইনালে তার ১৪২ রানের অপরাজিত ইনিংসে ভর করে ঢাকা ডায়নামাইটসকে ১৭ রানে পরাজিত করতে পেরেছিল কুমিল্লা। এমনকি পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) বেশ সফল এই বাঁহাতি ড্যাশিং ওপেনার। ২০১৬ সালে পেশওয়ার জালমির হয়ে ৬ ম্যাচে মোট ২৬৮ রান সংগ্রহ করেছিলেন তিনি। এবার করোনার কারনে স্থগিত হওয়া পিএসএলের প্লে-অফ ম্যাচের জন্য লাহোর কালান্দার্সে ডাক পান এই মারকুটে ব্যাটসম্যান। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মাত্র ১৮ রান করলেও দ্বিতীয় এ্যালিমিনেটর ম্যাচে ২০ বলে ৩০ রান করেছিলেন তিনি। যা লাহোরের পক্ষে ফাইনালে ভালো শুরু এনে দেয়ার ইঙ্গিত বহন করছিল। কিন্তু পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমানে ধারাভাষ্যকার সোহেল কিনা ঐ ম্যাচের জন্য পাত্তাই দিচ্ছেন না তামিমকে! পিএসএলের ফাইনাল ম্যাচের আগে ক্রিকইন গিফ নামের একটি ইউটিউব চ্যানেলে ক্রিকেট বিশ্লেষক হিসেবে এসেছিলেন তিনি। ফাইনালের ঐ ম্যাচটির জন্য লাহোর ও করাচি কিংস দুই দলের হয়ে আলো ছড়াতে পারেন এমন ১১ জনকে বেছে নিতে বলা হয় তাঁকে। যেখানে তামিমের পরিবর্তে তিনি বেছে নেন ইংল্যান্ডের এ্যালেক্স হেলস ও পাকিস্তানের বাঁহাতি ওপেনার সারজিল খানকে। ঐ অনুষ্ঠানে থাকা একজন ক্রিকেট সমর্থক তাকে প্রশ্ন করে বসেন তামিমের মত একজন ওপেনারকে আপনি কেন বেছে নিলেন না? যেখানে সারজিল খানের সাম্প্রতিক ফর্ম খুব একটা ভালো নয়। জবাবে পাকিস্তানের এই সাবেক অধিনায়ক বলেন, 'সে তো বড় ম্যাচে রানই করতে পারে না। আগের বছর গুলোয় ফাইনালে তার পরিসংখ্যান দেখেন, তার তো সেখানে রানই নেই! তবে তাকে আপনি সুযোগ দিতে পারেন।'
|| ডেস্ক রিপোর্ট || আগামী বছরের জানুয়ারিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাবার কথা রয়েছে ইংল্যান্ডের। দীর্ঘ ১৫ বছর পর পাকিস্তানে সিরিজ খেলতে গেলেও সেখানে মূল দল পাঠাবে না বলে জানিয়েছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফলে ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাবর আজমদের। দলের প্রধান সারির খেলোয়াররা সে সময় ব্যস্ত থাকবেন বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানানো হয়েছে ইসিবির পক্ষ থেকে। এমতাবস্থায় প্রথম দিকে দ্বিতীয় সারির খেলোয়াড়দের বিপক্ষে খেলতে আগ্রহী হলেও সম্প্রতি বাধ সেধেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ফলে আশঙ্কা দেখা দিয়েছে সিরিজটি স্থগিত হওয়ার। তবে দুই বোর্ডই আলোচনা চালাচ্ছে আগামী বছরের অক্টোবরে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সিরিজটির আয়োজন করতে। সেই প্রেক্ষিতে ইতোমধ্যে তাঁরা ছক কষাও শুরু করেছে বলে জানিয়েছে পিসিবির একটি সূত্র। পিসিবির সেই সূত্র হিন্দুস্তান টাইমসকে জানান, 'সমস্যাটি হ'ল পরের বছরের শুরুতে ইংল্যান্ড শ্রীলঙ্কা এবং ভারতের বিপক্ষে সিরিজে ব্যস্ত থাকবে এবং তাদের টি-টোয়েন্টির সেরা খেলোয়াড়দের অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশের জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। পিসিবি আগামী বছরের শুরুর দিকে ইংল্যান্ডের একটি ‘সি’ দলের বিপক্ষে খেলতে অনিচ্ছুক। কেননা এটি পাকিস্তান ক্রিকেটের জন্য একটি বড় সিরিজ।' 'উভয় বোর্ডই সিরিজটি অক্টোবরে স্থানান্তরিত করার বিষয়ে আলোচনা চালাচ্ছে। এর ফলে দুই দলই ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে সংক্ষিপ্ত সিরিজের জন্য পাকিস্তানেই নিজেদের ঝালিয়ে নিয়ে পারবে।' ২০০৫ সালের পর এখনো পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে যায়নি ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারিতে দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এর আগে চলতি বছর করোনা মহামারির মধ্যে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। যা বিপুল পরিমান আর্থিক ক্ষতি থেকে বাঁচায় ইসিবিকে।
|| ডেস্ক রিপোর্ট || ভারতের অধিনায়ক বিরাট কোহলিকে বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয়। পাকিস্তানের অধিনায়ক বাবর আজমও তার ব্যতিক্রম নন। অনেক ক্রিকেট বোদ্ধাই বাবরের মাঝে কোহলির ছায়া খুঁজে পান। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিও এই দুজনের মধ্যে কোন তফাত খুঁজে পেলেন না। বাবারকে নিয়ে পাকিস্তানীদের উন্মততা বরাবরই ছিল। ইতিমধ্যে দেশটির হয়ে ২৯ টি টেস্ট, ৭৭ টি ওয়ানডে ও ৪৪ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে টেস্টে ৪৫.৪৪ গড়ে ২ হাজার ৪৫, ওয়ানডেতে ৫৫.৯৩ গড়ে ৩ হাজার ৫৮০ ও টি-টোয়েন্টি ফরম্যাটে ৫০.৯৩ গড়ে ১ হাজার ৬৮১ রান সংগ্রহ করেছেন তিনি। তাঁর ব্যাটের ছোঁয়াতেই পাকিস্তান অনেক জয়ের দেখা পেয়েছিল। এমনকি সম্প্রতি ক্রিকেটের তিন ফরম্যাটেই দেশটির অধিনায়কত্বের দায়িত্ব দেয়া হয়েছে এই ২৬ বছর বয়সী ব্যাটসম্যানকে। অন্যদিকে কোহলি তাঁর ১২ বছরের ক্যারিয়ারে ৮৬ টি টেস্টে, ২৪৮ টি ওয়ানডে ও ৮২ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। যেখানে তিন ফরম্যাটেই তার গড় ৫০ এর উর্ধ্বে। ক্যারিয়ারে মধ্যগগণে ২৬ বছর বয়সী বাবার এবং ৩২ বছর বয়সী কোহলির গড়ে এমনিতেও খুব একটা তফাত নেই। ৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে তাই কোহলির সঙ্গে বাবরের মিল খুঁজে পাওয়াটাই স্বাভাবিক। তাই ডু প্লেসিসও এই দুজনের মধ্যে অনেক মিল খুঁজে পাচ্ছেন। দুজনকে উচ্চমানের ক্রিকেটার আখ্যা দিয়ে ডু প্লেসিস বলেন, 'আমি কোহলি এবং বাবারের মধ্যে অনেক মিল দেখতে পাই। তারা দুইজনই উচ্চমানের খেলোয়াড়।' সম্প্রতি বাবরের ফর্ম ও পিএসএলে তার অসাধারণ ব্যাটিং নৈপুণ্য নজর কেড়েছে সকলের। এমনকি তিনি বিখ্যাত হবার জন্য অনেক দূর এগিয়ে গেছেন বলেও মনে করছেন ডু প্লেসি। কোহলির থেকে বয়সে ৬ বছরের ছোট বাবরের জন্য তাই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন এই দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক। এ বিষয়ে তিনি আরো বলেন, 'বাবর গত কয়েকবছর ধরে তা প্রমাণ করে আসছে। সে খেলাটির বিখ্যাত ক্রিকেটার হতে অনেক দূর এগিয়ে গেছে। তার জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।'
|| ডেস্ক রিপোর্ট || আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিজকে সামনে রেখে টি-টোয়েন্টি এবং টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন ব্যাটসম্যান ডেভন কনওয়ে এবং পেসার কাইল জেমিসন। নতুন দুই মুখ দলে যায়গা করে নিলেও দলে নেই অভিজ্ঞ ওপেনার কলিন মুনরো। একই সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলে আসা কেন উইলিয়ামসন ও ট্রেন্ট বোল্টকে। গেল বছরের আগস্টে নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলার অনুমতি পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকায় বংশোদ্ভূত কনওয়ে। নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক মৌসুমেই রানের বন্যা বইয়ে দিয়ে সবার নজরে এসেছিলেন এই ব্যাটসম্যান। যারই ফলশ্রুতিতে জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি। অপেক্ষায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত হওয়ার। ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য দলে নেয়া হয়েছে জেমিসন, টিম সাউদি ও রস টেইলরকে। প্রথম দুই টি-টোয়েন্টির পর টেস্টের প্রস্তুতি নেয়া শুরু করবেন তাঁরা। এ সময় তাঁদের স্থালাভিশিক্ত হবেন স্কট কুগেলেইন, ডগ ব্রেসওয়েল ও মার্ক চ্যাপম্যান। এদিকে ইনজুরির আশঙ্কা থাকলেও ১৩ সদস্যের টেস্ট দলে রাখা হয়েছে পেস অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম ও বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলকে। নিউজিল্যান্ড টি-টোয়েন্টি দল: টিম সাউদি (অধিনায়ক), হামিশ বেনেট, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাইফার্ট (উইকেটকিপার), রস টেইলর। নিউজিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টম ব্লান্ডেল, বিজে ওয়াটলিং (উইকেটকিপার), ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, কাইল জেমিসন, টম ল্যাথাম, হেনরি নিকোলস, এজাজ প্যাটেল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, উইল ইয়ং।
|| ডেস্ক রিপোর্ট || করোনা মহামারিতে বদলে গেছে অনেক কিছুই। স্থবির হয়ে গেছে মানুষের জীবন। অদৃশ্য এই ভাইরাসের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। স্থগিত হয়ে গেছে বিভিন্ন সিরিজ, এমনকি বিশ্বকাপও। সবকিছু ঠিকঠাক থাকলে এখন ক্রিকেট প্রেমিদের নজর থাকতো অস্ট্রেলিয়ায়। সেখানে হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ই নভেম্বর অনুষ্ঠিত হতো যেটির ফাইনাল। কিন্তু করোনা স্থগিত করে দিয়েছে টুর্নামেন্টটিকে। এই বিশ্বকাপে অংশ নেওয়ার কথা ছিল নেদারল্যান্ডেরও। দলের হয়ে খেলার জোর সম্ভাবনা ছিল পেস বোলার পল ভ্যান ম্যাকরানের। কিন্তু বিশ্বকাপ স্থগিত হয়ে যাওয়ায় আর তাঁর খেলা হয়নি। বর্তমানে তিনি উবার ইটসের খাবার পৌঁছে দিচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে। নিজের সেই আক্ষেপের কথা পল জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে। জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক টুইটারের রিটুইটে তিনি জানিয়েছেন খরচ যোগাতে এখন তাকে উবার ইটসের খাবার পৌঁছে দিতে হচ্ছে মানুষের বাসায়। তিনি লিখেন, 'আজ হয়তো ক্রিকেট মাঠে খেলতাম হাসিমুখে। এখন এই শীতের মাসে কান্না মুখে উভার ইটসের খাবার পৌঁছে দিতে হচ্ছে মানুষের বাসায়। জিনিসগুলো যেভাবে বদলে যায় সেটা সত্যিই মজার। এটা মজার কিভাবে সবকিছু বদলে যায়। মানুষের দিকে তাকিয়ে হাসতে হবে। চোখের ভাষায়ও হাসি লেগে থাকতে হবে।' এখন পর্যন্ত নেদারল্যান্ডের হয়ে ৫ ওয়ানডে ও ৪১ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন পল। বল হাতে ওয়ানডেতে নিয়েছেন ৪টি উইকেট, টি-টোয়েন্টিতে তার উইকেটের সংখ্যা ৪৭টি।