|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সকে ৮২ রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এসেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ব্যাঙ্গালুরুর ছুড়ে দেয়া ১৯৫ রানের জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের খরচায় ১১২ রানেই থেমে যায় কলকাতার ইনিংস। ক্রিকেটের শর্টার ভার্শন টি-টোয়েন্টিতে ১৭০ রানের ওপর গেলেই সেটি প্রতিপক্ষের জন্য বড় লক্ষ্য হয়ে দাঁড়ায়। তবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামের ক্ষেত্রে বিষয়টির ব্যতিক্রম চোখে পড়ে। ছোট মাঠ বিধায় দুই দলেরই প্রচুর রান হয়। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ১৯৪ রান তাড়া করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে কলকাতার ব্যাটসম্যানদের। বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। ব্যাঙ্গালুরুর দেয়া পাহাড়সম লক্ষ্যে ব্যাট করতে নেমে শুভমন গিল, আন্দ্রে রাসেল এবং রাহুল ত্রিপাঠি বাদে দলের কেউই ছুঁতে পারেননি দুই অঙ্কের রান। গিল খেলেন ২৫ বলে ৩৪ রানের ইনিংস, আন্দ্রে রাসেল ১০ বলে ১৬ আর রাহুল ত্রিপাঠি ১৬ করতে খেলেন ২২ বল। ব্যাঙ্গালুরুর পক্ষে ২টি করে উইকেট নেন ক্রিস মরিস আর ওয়াশিংটন সুন্দর। এদিকে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে বিরাট কোহলির ব্যাঙ্গালুরু। দুই ওপেনার পাড্ডিকাল আর ফিঞ্চ মিলে উদ্বোধনী জুটিতেই এনে দেন ৪৬ বলে গড়েন ৬৭ রান। ২৩ বলে ৩২ করা পাড্ডিকালের বিদায়ে ভাঙ্গে সেই জুটি। আন্দ্রে রাসেলের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই ওপেনার। ফিঞ্চকে বোল্ড করে সাজঘরে ফেরানোর কাজটা সারেন প্রসিধ কৃষ্ণা। ৩৭ বলে ৪৭ রান আসে অস্ট্রেলিয়ান এই ওপেনারের ব্যাট থেকে। ম্যাচের বাকি অংশটুকু ছিল শুধুই ডি ভিলিয়ার্সময়। দলপতি বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে গড়েন ৪৬ বলে ১০০ রানের জুটি। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে দুই উইকেটের খরচায় ১৯৪ রান তোলে ব্যাঙ্গালুরু। শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ভিলিয়ার্স এবং কোহলি। ভিলিয়ার্স খেলেন ৩৩ বলে ৭৩ রানের টর্ণেডো ইনিংস এবং কোহলি করেন ২৮ বলে ৩৩ রান। সংক্ষিপ্ত স্কোর: রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু: ১৯৪/২ (২০ ওভার) (ভিলিয়ার্স ৭৩*, ফিঞ্চ ৪৭; কৃষ্ণা ১/৪২, রাসেল ১/৫১ কলকাতা নাইট রাইডার্স: ১১২/৯ (২০ ওভার) (গিল ৩৪, রাসেল ১৬; মরিস ২/১৭, সুন্দর ২/২০)
|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গেল আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন কাগিসো রাবাদা। গত আসরের ন্যায় চলতি আসরেও দুর্দান্ত ফর্মে আছেন দিল্লি ক্যাপিটেলসের এই পেসার। সেই সঙ্গে দৃষ্টান্ত স্থাপন করলেন দক্ষিণ আফ্রিকান এই পেসার। আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেট নিয়ে লাসিথ মালিঙ্গা ও বিনয় কুমারকে ছাড়িয়ে গেলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে মাত্র ৪ ওভার বোলিং করে সব ম্যাচেই উইকেট পাওয়া একটু কষ্টসাধ্য। আইপিএল হলে তো কথাই নেই। কারণ এখানে বেশিরভাগ পিচগুলোই বানানো হয় ব্যাটিংবান্ধব। ব্যাটসম্যানদের দাপটে বোলাররা খুব বেশি কিছু করে দেখানোর সুযোগ পান না। আইপিএলে বোলারদের জন্য তেমন কোন সুবিধা না থাকলেও নিজের দক্ষতা প্রমাণ করে চলেছেন রাবাদা। এবারের মৌসুমে এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকার শীর্ষে আছেন এই ডানহাতি পেসার। টুর্নামেন্টটিতে টানা সবচেয়ে বেশি ম্যাচে উইকেট নেয়ার রেকর্ডটি ডোয়াইন ব্রাভোর। ২০১২-১৫ সাল পর্যন্ত টানা ২৭ ম্যাচে উইকেট নিয়েছিলেন চেন্নাই সুপার কিংসের এই অলরাউন্ডার। ক্যারিবিয়ান এই অলরাউন্ডারের পরে দ্বিতীয় স্থানে ছিলেন বিনয়। ২০১২ ও ২০১৩ আসর মিলিয়ে টানা ১৯ ম্যাচে উইকেট নিয়েছিলেন ভারতীয় এই পেসার। ৫ অক্টোবর রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৪ উইকেট নিয়ে রাবাদা স্পর্শ করেন বিনয়ের রেকর্ড। আর রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২ উইকেট নিয়ে ছাড়িয়ে যান তাকে। এবার অপেক্ষা ব্রাভোকে ছাড়িয়ে যাওয়ার। তালিকার চারে রয়েছেন শ্রীলঙ্কান পেসার মালিঙ্গা। ২০১৫ থেকে ২০১৭ আসর পর্যন্ত টানা ১৫ ম্যাচে উইকেট নিয়েছিলেন মুম্বাইয়ের পেসার।
|| ডেস্ক রিপোর্ট || সম্প্রতি ধর্ষণের হুমকি দেয়া হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনির ৫ বছর বয়সী শিশু কন্যাকে। আর এই অপরাধে গুজরাটের ১৬ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র পুলিশ অফিসার সৌরভ সিং। তিনি এও জানিয়েছেন, ছেলেটি ইনস্ট্রাগ্রামে ধর্ষণের হুমকি দেয়ার বার্তাটি পোস্ট করার কথা স্বীকার করেছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরের শুরু থেকেই ফর্মে নেই ধোনি। চেন্নাই সুপার কিংস দলপতির বাজে পারফরম্যান্সের কারণে তার শিশু কন্যাকে ধর্ষণ করার হুমকি দেয়া হয়েছে। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে হারার পর ইনস্ট্রাগ্রামে এই হুমকি দেয়া হয় জিভা ধোনিকে। ইনস্ট্রাগ্রাম স্পষ্ট করে লেখা আছে ‘তেরি বেটি জিভাকা রেপ কারু’। জিভার ‘অপরাধ’ কলকাতার বিপক্ষে দলকে জেতাতে পারেনি তার বাবা। শুধু কলকাতার বিপক্ষেই নয় এবারের মৌসুমে এখন পর্যন্ত কোন ম্যাচেই নিজের পারফরম্যান্স দিয়ে দলকে জেতাতে পারেননি চেন্নাই সুপার কিংসের এই অধিনায়ক। চলতি আসরে ফিনিশার ধোনির পারফরম্যান্সে যেন মরিচা ধরেছে। আইপিএলের ১৩তম মৌসুমে এখন পর্যন্ত কোন হাফ-সেঞ্চুরি করতে পারেননি ভারতের সাবেক এই অধিনায়ক। আর তাতেই এমন নজিরবিহীন ঘটনার সম্মুখীন হতে হচ্ছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে। এমন ঘটনার পর গুজরাটের কাঁচ জেলা থেকে ইনস্ট্রাগ্রামে হুমকির পোস্ট দেয়া ওই ছেলেকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশ। এ প্রসঙ্গে সৌরভ সাংবাদিকদের বলেন, ‘কয়েকদিন আগে ধোনির স্ত্রী সাক্ষী ধোনির ইনস্ট্রাগ্রাম অ্যাকাউন্টের কমেন্ট বক্সে জঘন্য হুমকি দেয়ার অভিযাগে জিজ্ঞাসাবাদ করার জন্য নামনা কাপায়া গ্রামের দ্বাদশ শ্রেণির ছাত্রকে আটক করা হয়েছে।’ রাঁচি পুলিশ ছেলেটির ব্যাপারে কাঁচের পুলিশকে জানায় এরপর তারা সেই ছেলেকে জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে আসে। এরপর ছেলেটি স্বীকার করেছে যে পোস্টটি সে করেছে। অভিযুক্ত ছেলেটি কাঁচ জেলার মুন্ডার বাসিন্দা। সিং বলেন, ‘আমরা নিশ্চিত করছি যে ছেলেটিই সেই বার্তাটি পোস্ট করেছিল। এফআইআর করে তাকে রাঁচি পুলিশে সোপর্দ করা হবে। পুলিশ আরও জানিয়েছে, ছেলেটিকে হেফাজতে নিতে আগামীকাল (আজ) রাঁচি পুলিশের একটি দল সম্ভবত কাঁচে পৌঁছাবে।
|| ডেস্ক রিপোর্ট || বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) কর্তৃক আয়োজিত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে দল পেয়েছেন জাহানারা আলম ও সালমা খাতুন। টুর্নামেন্টটির ফ্র্যাঞ্চাইজি ট্রেলব্লাজারসের হয়ে খেলবেন বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক সালমা আর ভেলোসিটির হয়ে মাঠ মাতাবেন অলরাউন্ডার জাহানারা। আইপিএলের আদলে ২০১৮ সালে প্রথমবারের মতো মাঠে গড়ায় উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জ। আগামী ৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে তৃতীয় আসর। যার ফাইনাল হবে ৯ নভেম্বর। সুপারনোভাস ও ভেলোসিটির ম্যাচ দিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। অক্টোবরের তৃতীয় সপ্তাহে আসরে অংশ নেয়া ক্রিকেটাররা দুবাইয়ে পৌঁছাবেন। এরপর দুই দফা করোনা টেস্টের পর মাঠের লড়াইয়ে নেমে পড়বেন। টুর্নামেন্টটির দ্বিতীয় আসরে বাংলাদেশের হয়ে একমাত্র ক্রিকেটার হিসেবে জাহানারা খেললেও এবারের আসরে খেলবেন আরও একজন। তৃতীয় আসরে পেস বোলিং এই অলরাউন্ডারের সঙ্গী বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন। আসন্ন আসরকে সামনে রেখে তিন দলের অধিনায়কের নাম ঘোষণা করেছে বিসিসিআই। অধিনায়কদের নাম ঘোষণা করা পাশাপাশি তিন দলের স্কোয়াডও প্রকাশ করেছে বিসিসিআই। যেখানে ট্রেলব্লাজারসের হয়ে খেলবেন বাংলাদেশর সালমা আর ভেলোসিটির হয়ে জাহানারা। ভারত বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি দেখা যাবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের ক্রিকেটারদের। তবে নেই অস্ট্রেলিয়ার কোন ক্রিকেটার। প্রত্যেকটি দল একে অপরের সাথে একবার করে মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দুই দলকে নিয়ে হবে ফাইনাল। ৯ নভেম্বর ফাইনাল দিয়ে শেষ হবে ৪ ম্যাচের এই টুর্নামেন্ট। সবগুলো ম্যাচই হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। তিন দলের স্কোয়াড : সুপারনোভাস: হরমনপ্রীত কৌর (অধিনায়ক), জেমি রদ্রিগেস (সহ-অধিনায়ক), চামারি আতাপাত্তু, প্রিয়া পুনিয়া, অনুজা পাতিল, রাধা যাদব, তানিয়া ভাটিয়া (উইকেটরক্ষক), শশীকলা সিরিওয়ার্ধানে, পুনম যাদব, শাকেরা সেলম্যান, অরুন্ধতী রেড্ডি, পূজা ভাসট্রাকার, আয়ুশী সনি, আয়াবঙ্গ খাকা এবং মুসকান মালিক। ট্রেলব্লাজারস: স্মৃতি মান্ধানা (অধিনায়ক), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), পুনম রাউত, রিচা ঘোষ, ডি হেমালথা, নুজহাত পারভিন (উইকেটরক্ষক), রাজেশ্বরী গায়কোয়াড, হারলিন দোয়েল, ঝুলন গোস্বামী, সিমরান দিল বাহাদুর, সালমা খাতুন, সোফি একলাস্টোন, নাথকান চান্থম, দেয়ান্দ্রা ডট্টিন, এবং কাশভী গৌতম। ভেলোসিটি: মিতালি রাজ (অধিনায়ক), ভেদা কৃষ্ণমূর্তি (সহ-অধিনায়ক), শেফালি ভার্মা, সুষমা ভার্মা েউইকেটরক্ষক), একতা বিশট, মানসী যোশী, শিখা পান্ডে, দেবিকা বৈদ্য, সুশ্রী দিব্যদর্শিনী, মানালি দাকশিনি, লে কাস্পেরেক, ডেনিলে ওয়াট, সানি লুৎস, জাহানারা আলম এবং এম.আনাঘা। টুর্নামেন্টের সূচি: সুপারনেভাস বনাম ভেলোসিটি- ৪ নভেম্বর সন্ধ্যা ৭:৩০ ভেলোসিটি বনাম ট্রেলব্লেজারস- ৫ নভেম্বর দুপুর ৩:৩০ ট্রেলব্লেজারস বনাম সুপারনোভাস- ৭ নভেম্বর সন্ধ্যা ৭:৩০ ফাইনাল- ৯ নভেম্বর সন্ধ্যা ৭:৩০
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || ২০৮ দিনের অপেক্ষার পর রবিবার ক্রিকেট ফিরেছে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আজ (রবিবার) ১১ই অক্টোবর বিসিবি প্রেসিডেন্টস কাপের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে নাজমুল একাদশ এবং মাহমুদল্লাহ একাদশ। করোনাকালে এতো বড় বিরতির পর ক্রিকেট ফিরলেও এতে বাধা হয়েছে দাঁড়িয়েছিল বৃষ্টি। মাহমুদুউল্লাহ একাদশ টসে হেরে ব্যাটিং করতে নেমে বৃষ্টির আগে স্কোরবোর্ডে তলে ১৭ রান। এরপর বৃষ্টির বাধায় খেলা বন্ধ থাকে ৪৫ মিনিটের মতন। এরপর ব্যাটিং করতে নেমে খানিকটা বিপদেই পরেছে মাহমুদুউল্লাহ একাদশ। চতুর্থ ওভারের প্রথম বলে লিটন দাসের ডাকে সিঙ্গেল নিতে গিয়ে রিশাদ হোসেনের থ্রোতে রান আউট হন নাঈম শেখ। নাঈমের বিদায়ে ক্রিজে নামেন মুমিনুল হক। এরপর ইনিংসের পঞ্চম ওভারে তাসকিন আহমেদকে বাউন্ডারি হাঁকালেও এরপরের বলেই ইনসাইড এজে বোল্ড হন লিটন। ১১ রান করেন এই ওপেনার। তার বিদায়ে ক্রিজে আসেন ইমরুল কায়েস।দ্রুত দুই উইকেট হারানো দলকে বিপদমুক্ত করতে পারেননি মুমিনুল হকও। তিনিও আল আমিন হোসেনের বলে ০ রানে ইনসাইড এজে বোল্ড হয়ে ফিরেছেন। এই মুহূর্তে ইমরুলের সঙ্গে ক্রিজে এমেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রতিবেদনটি লেখা পর্যন্ত দলের স্কোর ৬ ওভারে ২১ রানে তিন উইকেট। ইমরুল ৪ এবং মুমিনুল অপরাজিত ১ রানে। তাসকিন এবং আল আমিন নিয়েছেন একটি করে উইকেট। মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাইম শেখ, লিটন দাস, মুমিনুল হক, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, ইবাদত হোসেন, রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, আমিনুল বিপ্লব। নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল-আমিন (সুপার সাব), মুকিদুল ইসলাম, নাইম হাসান, রিশাদ হোসেন।
|| ডেস্ক রিপোর্ট || ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে চেন্নাই সুপার কিংসের দুর্দশা যেন কাটছেই না। একে তো দল নেই ফর্মে, তার ওপর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বাজে পারফরম্যান্স চিন্তা বাড়াচ্ছে আইপিএলের অন্যতম সফল দলটির। শনিবার (১০ অক্টোবর) রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৩৭ রানে হেরে গেছে তারা। বিরাট কোহলিদের দেয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৩২ রানেই গুঁটিয়ে গেছে চেন্নাই। এদিনও ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন ধোনি। ম্যাচ শেষে তাই পুরো দলকেই দুষলেন এই অধিনায়ক। ধোনি বলেন, ‘জাহাজে অনেকগুলো ছিদ্র আছে। যখন আপনি একটা ঠিক করতে যাবেন তখন অন্য ছিদ্র দিয়ে পানি চলে আসবে। আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। একটা খেলাতে সবগুলো কাজ ঠিক মতো করতে হবে যাতে ফলাফল আমাদের পক্ষে আসে। যদি একবার আমরা আমাদের পক্ষে একটা ফলাফল পেয়ে যাই, তখন ভিন্ন ব্যাপার হবে।’ বর্তমানে ৭ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। ব্যাটসম্যানদের বাজে পারফরম্যান্সের কারণেই বেশির ভাগ ম্যাচে ব্যর্থ হচ্ছেন তারা। ধোনিও বলছেন, বদল আনতে হব ব্যাটিংয়ের পরিকল্পনায়। তিনি বলেন, 'ব্যাটিং আমাদের জন্য দুশিন্তার বিষয় আর ব্যাঙ্গালুরুর বিপক্ষে সেটা স্পষ্ট হয়েছে। আমাদের এটা নিয়ে কিছু করতে হবে। আমরা কেবল ঘুরতে পারি না। এটা এমন কিছু যেটা ব্যক্তিগতভাবেও পার্থক্য গড়ে দেয়।' 'আমার মনে হয় আমাদের অন্যভাবে খেলাটাই ভালো হবে। বড় শট খেলতে হবে। তাতে যদি আউটও হয়ে যাই, সমস্যা নেই। কেননা ১৫ ও ১৬তম ওভারের পর আপনি খুব বেশি বল ছাড়তে পারেন না। শেষদিকের ব্যাটসম্যানদের জন্য না হয় চাপ হয়ে যায়।’ যোগ করেন ধোনি।
|| ডেস্ক রিপোর্ট || নানা অনিশ্চয়তা পাশ কাটিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সূচি। ভিন্ন পাঁচটি ভেন্যুতে চলতি বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যার সব সত্ত্ব কিনে নিয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজে)। ফ্র্যাঞ্চাইজি যোগাড় করা, বিশ্বজুড়ে ব্রডকাস্টিং এবং মিডিয়া সত্ত্ব সবকিছুই হবে তাদের তত্ত্বাবধানে। সত্ত্ব কিনে নেয়ার পর চমকপ্রদ তথ্য দিয়েছেন আইপিজের সিইও আনিল মোহান। এবারের এলপিএলে দেখা যেতে পারে বেশ কয়েকজন সাবেক ভারতীয় ক্রিকেটারকে। সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান মোহান। অনিল বলেন, 'আমি এখনই বিস্তারিত কিছু বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, বিসিসিআইয়ের অনুমতি পেলে সদ্য অবসর নেয়া কিছু ভারতীয় ক্রিকেটারকে নিলামে দেখা যেতে পারে।' 'এলপিএল নিয়ে দর্শক ও মিডিয়ার আগ্রহটা স্পষ্ট। শুধু শ্রীলঙ্কাই না পুরো দক্ষিণ এশিয়া এবং প্রতিবেশী দেশগুলোতেও এলপিএল নিয়ে অনেক প্রত্যাশা।' করোনার কারণে বিশ্বের বেশির ভাগ খেলাই হয়ে গেছে স্থগিত। যদিও ধীরে ধীরে ক্রিকেট মাঠে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মাঠে গড়িয়েছে। যা নিয়ে দেখা যাচ্ছে দর্শকদের তুমুল আগ্রহ। আইপিএলের নিয়ে এমন আগ্রহই এলপিএল মাঠে গড়ানোয় আশাবাদী করছে অনিলকে। তিনি বলেন, '৯০ শতাংশের বেশি খেলাই বিশ্বজুড়ে স্থগিত হয়ে গেছে করোনার কারণে। সবাই এখন সরাসরি খেলা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। মাঠে দর্শক না থাকলেও টিভি ও ডিজিটাল মাধ্যমে প্রচুর দর্শক খেলা দেখে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে প্রায় ২০ কোটি মানুষ দেখেছে।'
|| ডেস্ক রিপোর্ট || ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী (এফটিপি) চলতি মাসের শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। আসন্ন এই সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জেডসি। যেখানে দীর্ঘদিন ধরে পরে দলে জায়গা পেয়েছেন কাউন্টি ক্রিকেটের কোলপাক চুক্তি থেকে মুক্ত হয়ে আসা ২৪ বছর বয়সী পেসার ব্লেসিং মুজারবানি। প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সৌদি বংশোদ্ভূত অলরাউন্ডার ফারাজ আকরাম ও মিল্টন শুমবা। ২০১৭ সালে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে রাাইজিং স্টারসের হয়ে অভিষেক হওয়ার ৩ বছর পর দলে জায়গা পেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে করেছেন ২৯১ রান আর লিস্ট 'এ' তে ৯ ম্যাচ খেলে করেছেন ২০২ রান। ব্যাট হাতে খুব বেশি সফল না হলেও বল হাতে বেশ সফল ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ২৯ উইকেট। এছাড়াও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর, স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেস বোলিং অলরাউন্ডার এল্টন চিগাম্বুরার মতো অভিজ্ঞরা। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কাইল জার্ভিসের। ৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ১০ নভেম্বরে। পাকিস্তান সফরে জিম্বাবুয়ের ২০ সদস্যের স্কোয়াড : চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগাম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ এরভিন, টিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলি ম্যাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতম্বামি, ব্লেসিং মুজারবানি , মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো এবং শন উইলিয়ামস।
|| ডেস্ক রিপোর্ট || জীবন কীভাবে উপভোগ করতে হয়? এই প্রশ্নের উত্তর যদি আপনার মনে না আসে। যদি বিষণ্নতায় ডুবে থাকেন। তাহলে ক্রিস গেইলের ফেসবুক পেজে একটু ঘুরে আসতে পারেন। যেখানে জীবন উপভোগের মন্ত্র শেখাচ্ছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব। সময়টা তার একেবারেই ভালো যাচ্ছে না। টানা ব্যর্থতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তার চেয়েও বড় কথা এবারের আসরে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি গেইলের। মাঠের জীবনে তো বটেই, মাঠের বাইরের জীবনেও যেন দুভোর্গের শেষ নেই তার। যখন কথা উঠেছিল গেইলের পাঞ্জাব একাদশে ফেরার, তখনই পেটের পীড়া নিয়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে। কিন্তু তিনি তো গেইল। তাই হাসপাতালের বিছানায় শুয়েই উপভোগ করছেন জীবনটাকে। দুই চোখে শসা। এক হাতে পানির গ্লাস। মুখে গাজর আর এক কানে হেডফোন। আর অন্য কানে ধরে আছেন টেলিফোন। এ যেন বিন্দাস জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি ক্যাপশনে ওই ছবি পোস্টও করেছেন তিনি। গেইল লিখেছেন, ‘আমি আপনাদের বলতে চাই। আমি লড়াই ছাড়া কখনো শেষ হতে দিতে চাই না কিছু। আমি ইউনিভার্স বস-যেটা কখনো বদলাবে না। তোমরা আমার কাছ থেকে শিখতে পারবে। কিন্তু এটা তেমন কিছু না যেটা ফলো করা উচিত।' 'আমার স্টাইল ভুলে গেলেও চলবে না। আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। (আমি সত্যিই ফোন কলে ছিলাম)।'
|| ডেস্ক রিপোর্ট || বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলের বেশ ভালোই পরিচিতি রয়েছে বিশ্বজুড়ে। প্রতিপক্ষের বোলাররা এক প্রকারে ত্রাস হিসেবে গণ্য করেন তাঁকে। উইকেটে তাঁর অবস্থান করা মানেই বোলাররা তাঁর কাছে তুলোধুনো হবেন, এমনটাই যেন বিধি ছিল একটা সময়। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন এই অজি তারকা ব্যাটসম্যান। আসরের শুরু থেকেই নিজের পারফরম্যান্সের কারণে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে এখন পর্যন্ত খেলা ৬ ম্যাচে ১২ গড়ে করেছেন তিনি মাত্র ৪৮ রান। এমন নির্বিষ পারফরম্যান্স তাঁকে দাঁড় করিয়েছে সমালোচনার কাঠগড়ায়। যেখানে তাঁকে নিয়ে মন্তব্য করতে ছাড়েননি সাবেক ভারতীয় ওপেনার বীরেন্দ্রর শেবাগ। আইপিএলের ফ্র্যাঞ্চাইজিরা কেন ম্যাক্সওয়েলকে এতো অর্থ দিয়ে দলে নিতে মরিয়া থাকেন তা বুঝতে পারেন না শেবাগ। যেই মূল্য দিয়ে তাঁকে কেনা হয় তাঁর তুলনায় তাঁর পারফরম্যান্স অতি নগণ্য বলে মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার। সম্প্রতি ক্রিক্রেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই বলেন সবেক এই ওপেনার। শেবাগ বলেন, 'আমি জানি না সে কোন প্লাটফর্মে জ্বলে উঠবে। পাঞ্জাব দ্রুত দুই উইকেট হারানোর পর ম্যাচে আগে নেমেছিল (হায়দরাবাদের বিপক্ষে)। সেই সময় অনেক ওভার বাকি ছিল। কিন্তু সে ব্যর্থ হয়েছে। আগের ম্যাচগুলোতে তার এমন চাপ ছিল না, সেখানেও সে পারফরম্যান্স করতে ব্যর্থ হয়েছে।' 'আমি বুঝতে পারছি না, নিলামে এতো টাকা তাঁর পেছনে ব্যয় করা হয় কিন্তু সে অনুযায়ী তিনি পারফরম্যান্স দেখাতে পারেননা। আমি বুঝি না কেন ফ্র্যাঞ্চাইজিরা তাঁর পেছনে দৌড়ায়। আমার মতে তাঁর মূল্য ১০ কোটি থেকে কমিয়ে ১-২ কোটিতে নিয়ে আসা উচিত।' চলতি আইপিএলে ৬ ম্যাচে যথাক্রমে ১, ৫,১৩, ১১, ১১ এবং ৭ রান করেছেন ম্যাক্সওয়েল। সেই সঙ্গে চলতি আসরে টানা ৫৮ বল কোনো ছক্কার দেখা পাননি এই অলরাউন্ডার। সর্বশেষ অর্ধশতকের ইনিংসটিও তিনি খেলেছিলেন ২০১৬ সালের আসরে।
|| ডেস্ক রিপোর্ট || বাংলাদেশে ধর্ষণ যেন ছোঁয়াচে রোগের মতো অবস্থায় এসে দাঁড়িয়েছে। সময় যত বাড়ছে বাংলাদেশে ক্রমান্বয়ে ধর্ষনের পরিমাণ বেড়েই চলছে। গত কয়েকদিনে বাংলাদেশে বেশ কয়েকটি ধর্ষণের ঘটনা ঘটেছে যেগুলো দাগ কেটেছে জনসাধারণের মনে। একই সঙ্গে বিষয়গুলো নিয়ে চিন্তিত জাতীয় দলের ক্রিকেটাররাও। দেশে প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলোতে মর্মাহত হয়েছেন মুশফিকুর রহিম। নারীদের প্রতি সম্মান দিয়ে নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। সাবেক এই অধিনায়ক বলেন, 'গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে আমার, আপনার, আমাদের বোনদের উপর ভয়াবহ নির্যাতনের ঘটনায় আমি মর্মাহত। নারীদের সম্মান করুন, সত্যিকারের মানুষ হন।' ধর্ষনের ঘটনায় সবাইকে এক হওয়ার ডাক দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। সেই সঙ্গে তাদেরকে প্রতিহত করে সমাজের সামনে মুখোশ খুলে দেওয়ার কথাও জানিয়েছেন এই টি-টোয়েন্টি অধিনায়ক। সাইলেন্ট কিলার খ্যাত ডানহাতি এই ব্যাটসম্যান বলেন, 'এখন সময় এসেছে, আসুন সবাই মিলে একতাবদ্ধ হয়ে এই অমানুষগুলোকে সামাজিকভাবে প্রতিহত করি এবং এদের মুখোশ খুলে দেই।' নারীদের প্রতি সম্মান দিতে বলেছেন মুমিনুল হক। তার পাশাপাশি নিজেকে সত্যিকারের মানুষ হিসেবে প্রমাণ করতে বলেছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। টেস্ট অধিনায়কের ভাষ্য মতে, ‘চলুন আমরা নিজেদেরকে মানুষ হিসেবে প্রমাণ করি এবং নারীর প্রতি সম্মান প্রদর্শন করতে শিখি। প্রত্যেকের ঘরেই নারী আছে। কেউ হয়তো মা, কেউ বোন কিংবা মেয়ে। নিজের পরিবারের এই নারীদের কথা ভেবে দেশের সকল নারীর নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক বলেন, ‘নিজ নিজ পরিবারের নারী সদস্যর কথাটা ভাবুন এবং দেশের প্রতিটি নারীর নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন। নারীদের প্রতি সম্মান জানানোর পাশাপাশি নিজেকে সত্যিকারে মানুষ হিসেবে গড়ে তোলার কথা জানিয়ে সৌম্য সরকার বলেন, ‘নারীকে সম্মান করুন সত্যিকারের মানুষ হন।'
|| ডেস্ক রিপোর্ট || শ্রীলঙ্কান সাবেক তারকা খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরণের জীবনী নিয়ে বানানো হচ্ছে বায়োপিক। কিংবদন্তি এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক এমএস ভূপতি। আর মুরালির চরিত্রে অভিনয় করছেন তামিল অভিনেতা বিজয় সেতুপতি। বায়োপিকের নাম ঠিক করা হয়েছে ‘৮০০’। মুরালিধরণ০ টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ৮০০ উইকেট শিকারি বোলার হবার কারণেই নির্মাণাধীন চলচিত্রটির এমন নামকরণ করেছেন পরিচালক ভূপতি। জানা গেছে বায়োপিকটিতে বিজয় সেতুপতির বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন রাজিশা বিজয়ন। চলচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মুরালিধরণের সংগ্রামী জীবনযাপন এবং ক্রিকেটার হিসেবে উঠে আসার ঘটনাবলী। স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ইতোমধ্যে মুরালিধরণের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান নেয়া শুরু করছেন সেতুপাতি। ওজন কমানোর পাশাপাশি কিংবদন্তি এই ক্রিকেটারের কাছ থেকে বোলিংটাও রপ্ত করছেন এই অভিনেতা। ২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরণ। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাবটা নিজের করে রেখেছেন এই বাঁহাতি স্পিনার। ১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত হওয়া মুরালি অবসরের আগ পর্যন্ত খেলেন ১৩৩টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি। টেস্ট ক্রিকেটে ২.৪৭ ইকোনমি রেটে ঝুলিতে পুরেছেন ৮০০ উইকেট, ওয়ানডেতে ৫৩৪ এবং টি-টোয়েন্টিতে বাগিয়েছেন ১২টি উইকেট।
|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট || বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী নানা ক্রিকেটীয় ইভেন্ট আয়োজনের পরিকল্পনা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু করোনার কারণে শুধুমাত্র বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিবিপিএল) ছাড়া আর কিছুই আয়োজন করা সম্ভব হয়নি। করোনার প্রকোপে গেল মার্চে বন্ধ করে দেয়া হয়েছিল দেশের সকল ক্রিকেটীয় ইভেন্ট। এক রাউন্ড পরেই বন্ধ হয়ে গিয়েছিল ঢাকা প্রিমিয়ার লিগের আসরটি। স্থগিত করা হয়েছিল মুজিববর্ষকে কেন্দ্র করে অনুষ্ঠিতব্য বিশ্ব একাদশ এবং এশিয়া একদশের মধ্যকার টি-টোয়েন্টি ম্যাচটিও। কিন্তু ধীরে ধীরে দেশের মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। যেহেতু ক্রিকেট ফিরতে শুরু করেছে তাই স্বভাবতই প্রশ্ন জাগতে পারে মুজিববর্ষকে ঘিরে আয়জনের সিদ্ধান্ত নেয়া টুর্নামেন্টগুলো কি অনুষ্ঠিত হবে? প্রশ্নের উত্তরটা দিলেন খোদ বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরি। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান যে, মুজিববর্ষ উপলক্ষ্যে এশিয়া এবং বিশ্ব একাদশের মধ্যকার টি-টোয়েন্টি যেটা হবার কথা ছিল সেটি বিসিবির পরিকল্পনায় রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই সেটি আয়োজন করা হবে। নিজামউদ্দিন চৌধুরি বলেন, 'আমাদের তো এখনো পরিকল্পনায় রয়েছে। কিন্তু আপনারা জানেন যে বিশ্বের সার্বিক পরিস্থিতির কারণে...মুজিব শতবর্ষ উদযাপনে আমাদের নিজস্ব কিছু পরিকল্পনা ছিল।' 'পরিস্থিতি স্বাভাবিক হলে, অনুকূলে থাকলে আমরা কিন্তু সেটাকে এখনো একেবারেই আমাদের পরিকল্পনার বাইরে নিয়ে যাইনি। আমাদের প্ল্যানিং সেভাবেই আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এটা আয়োজন করার প্ল্যান আছে।' এদিকে জাতীয় দল, অনূর্ধ্ব-১৯ দল এবং হাই পারফর্মেন্স ইউনিটের সমণ্বয়ে তিন দলের একটি ওয়ানডে সিরিজ আয়োজন করতে যাচ্ছে বিসিবি। আশা করা যাচ্ছে বিসিবি প্রেসিডেন্স কাপ নামের এই টুর্নামেন্টটি আগামী ১১ তারিখ থেকে মাঠে গড়াবে।