সুপার ওভারে ম্যাচ জিতে ফাইনালে করাচি

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম কোয়ালিফায়ারে সুপার ওভারে মুলতান সুলতান্সকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে করাচি কিংস। নির্ধারিত ২০ ওভারের খেলায় দুই দলই করে সমান ১৪১ রান।
ম্যাচ গড়ায় সুপার ওভারে। যেখানে মোহাম্মদ আমিরের দুর্দান্ত বোলিংয়ে ৪ রানে জয় পেয়েছে করাচি। এর আগে প্রথমে আগে ব্যাট করতে নেমে ৪০ রান তুলতেই চার উইকেট হারিয়ে বসে মুলতান।

শেষদিকে রবি বোপারার ৩১ বলে ৪০ ও সোহেল তানভীরের ১৩ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ১৪১ রান তুলে মুলতান। করাচির হয়ে ২টি করে উইকেট নেন ওয়াকাস মাকসুদ ও আরশাদ ইকবাল।
জবাব দিতে নেমে শুরুতে ওপেনার সারজিল খানের উইকেট হারালেও অন্য ওপেনার বাবর আজম ইনিংসের গতিপথ ঠিক রাখেন। ৫ চার ও ২ ছক্কায় ৫৩ বলে ৬৫ রান করেন তিনি। তার আউট হওয়ার পরই খেই হারায় করাচি।
ইফতিখার আহমেদ ১২ বলে ১৩ ও ইমাদ ওয়াসিম ১৬ বলে ২৭ রান ছাড়া আর কেউই দুই অঙ্কের ঘরে ব্যক্তিগত সংগ্রহ নিতে পারেননি। শেষ পর্যন্ত করাচির ইনিংসও থামে ১৪১ রানে।
সুপার ওভারে মুলতানের পক্ষে বল করেন সোহেল তানভীর। দুই উইকেট পেলেও এক ছক্কা ও চার খেয়ে ১৩ রান খরচ করেন তিনি। করাচির পক্ষে বোলিংয়ে এসে কোনো উইকেট না পেলেও ৯ রান দেন আমির। করাচি জয় পায় ৪ রানের ব্যবধানে।