কোয়ারেন্টাইনে থেকে অনুশীলন শুরু করেছে ভারত

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন অষ্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে সিডনিতে পৌঁছে গেছে ভারত জাতীয় দল। বর্তমানে সেখানে বাধ্যতামূলক দুই সপ্তাহের কোয়ারেন্টাইনে রয়েছেন ক্রিকেটাররা। কোয়ারেন্টিনে থেকেই অস্ট্রেলিয়া পৌঁছানোর দুইদিনের মাথায় অনুশীলনে নেমে পরেছে বিরাট কোহলিরা।
করোনাভাইরাসের কারনে গৃহীত নতুন বিধিনিষেধ মেনেই ক্রিকেটারদের সফর করতে হচ্ছে। কোন দেশে পৌঁছানোর পরই বাধ্যতামূলক বিভিন্ন মেয়াদী কোয়ারেন্টাইনে থাকতে হয় তাদের। যেখানে অনেক দেশের কঠোর বিধি-নিষেধের কারনে কোয়ারোন্টাইনে থাকার পরেও অনুশীলনের সুযোগ পাননা ক্রিকেটাররা।

কিন্তু কোয়ারেন্টাইনে থাকা স্বত্ত্বেও অষ্ট্রেলিয়া বিপক্ষে সিরিজের জন্য অনুশীলনের সুযোগ পাচ্ছে ভারত। সেখানে পৌছানোর পরপরই তাদের করোনা টেস্ট করানো হয়েছিল। শনিবার সকল ক্রিকেটারের করোনা ফলাফল নেগেটিভ এসেছে। তাই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে শনিবার (১৪ নভেম্বর) অনুশীলন শুরু করেছে ভারতীয় বাহিনী।
সেই অনুশীলনের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছে বোর্ড অফ ক্রিকেট ফর কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। যেখানে ক্রিকেটারদের শরীর গরম রাখতে রানিং করতে দেখা যায়। ছবির ক্যাপশনে তারা লিখেছে, 'প্লেন থেকে নামার দুইদিন পর আজকে ভারত দল মাঠে অনুশীলন করলো। শরীরটাকে ঝালিয়ে নিতে সামান্য রানিং অনুশীলন করেছে তারা।'
অনুশীলন শুরু করলেও ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে তাদের। যেখানে অনুশীলনের পাশাপাশি জিম করার সুযোগ পাবেন তাঁরা।