ভারতকে ল্যাঙ্গারের হুঁশিয়ারি

ছবি: সংগৃহিত

|| ডেস্ক রিপোর্ট ||
আগামী ২৭ নভেম্বর থেকে ওয়ানডে সিরিজের মধ্য দিয়ে মাঠে গড়াবে বহুল প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়ার ২২ গজের লড়াই। তিন ফরম্যাটের সিরিজ খেলতে ইতোমধ্যে অস্ট্রেলিয়া পৌঁছে গেছে ভারত ক্রিকেট দল।
ওয়ানডে, টি-টোয়েন্টি সিরিজের পর ডিসেম্বরের ১৭ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের বনেদি ফরম্যাটে দুই দলের লড়াই। আর এই সিরিজকে সামনে রেখে ভারতকে এখনই এক প্রকারে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন অস্ট্রেলিয়া জাতীয় দলের হেড কোচ জাস্টিন ল্যাঙ্গার।

নিজেদের বোলিং ডিপার্টমেন্ট দিয়ে ভারতকে ঘায়েলের ছক কষছেন তিনি। একই সঙ্গে তিনি দাবি করেন তাঁদের বোলাররা গেল দুই বছরের চেয়ে বর্তমানে বেশ ভালো পারফর্ম করছে, এবং তিনি সিরিজটির জন্য উদগ্রীব হয়ে রয়েছেন।
ল্যাঙ্গার বলেন, 'আমরা যদি ২০১৮-১৯ এর দিকে তাকাই, পার্থ টেস্টে জয়ের পরে আমরা এমসিজিতে (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) একটি টসে হেরেছিলাম। সম্ভবত টেস্ট ক্রিকেটে আমার দেখা সবচেয়ে সমতলতম উইকেটে টস হেরে গিয়েছিলাম .. এবং তারা (ভারত) প্রায় দুই দিন বোলিং করেছিল। তারপরে আমাদের পরের টেস্টে দুর্দান্ত ফ্ল্যাট উইকেটে এসসিজি (সিডনি ক্রিকেট গ্রাউন্ড) খেলতে হয়েছিল।'
'সে সময় তাঁদের হারানোটা কঠিন ছিল। ভারত সে সময় শীর্ষে ছিল, তারা ইতিহাসে প্রথমবারের মতো আমাদের পরাজিত করার যোগ্য ছিল। তবে আমাদের ছেলেরা গেল দু'বছরের থেকে এবার বেশ ভালো। আমি সিরিজটির জন্য অপেক্ষা করতে পারছি না।'