এলপিএলের পরিবর্তিত সূচি প্রকাশ

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
অনেক চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চূড়ান্ত সূচি প্রকাশ করলো শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। নতুন সূচি অনুযায়ী আগামী ২৬ নভেম্বর থেকে মাঠে গড়াবে টুর্নামেন্টটি। আর ১৬ ডিসেম্বর হাম্বানটোটায় অনুষ্ঠিত হবে ফাইনাল।
পাঁচ দলের এই টুর্নামেন্টের উদ্বোধনী দিনে মাঠে নামবে কলম্বো কিংস ও ক্যান্ডি টাস্কার্স। ২১ দিনের এই টুর্নামেন্টে আটটি ডাবল হেডার আছে। আর শ্রীলঙ্কা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পর একমাত্র ভেন্যু হিসেবে হাম্বানটোটায় পুরো টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

শ্রীলঙ্কার করোনা পরিস্থিতি আবারও খারাপের দিকে যাওয়ায় এলপিএল নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছিল এসএলসি। বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন সময়সীমা নিয়ে বোর্ডের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মত বিরোধ থাকায় তিন দফায় এলপিএল আয়োজনের তারিখ পিছিয়ে দেয়া হয়।
প্রথম দিকে, ২৮ আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এলপিএলের। পরবর্তীতে করোনা পরিস্থিতি আর খারাপের দিকে যাওয়ায় পিছিয়ে যায় আসর শুরুর দিনক্ষণ। এরপর ১৪ নভেম্বর টুর্নামেন্টটি শুরু হবার কথা থাকলেও ফের তা পিছিয়ে ২১ নভেম্বর তারিখে নেয়া হয়।
তৃতীয় দফায় ২১ নভেম্বর আয়োজনের কথা ছিল টুর্নামেন্টটি। শ্রীলঙ্কা সরকার ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবুজ সংকেত পাওয়ার পর ২৭ নভেম্বর থেকে টুর্নামেন্ট আয়োজনের কথা জানালেও তা একদিন এগিয়ে ২৬ নভেম্বর করা হয়েছে। এ নিয়ে চার দফায় পরিবর্তন করা হয়েছে টুর্নামেন্ট আয়োজনের সময়সূচি।
এমনকি শ্রীলঙ্কার বাইরে আয়োজনের সিদ্ধান্তও নিতে চেয়েছিল বোর্ড। এছাড়া ক্রিকেটার ও টুর্নামেন্টটির সঙ্গে সংশ্লিষ্ট সকলকে কঠোর স্বাস্থ্যবিধি মানতেও নির্দেশনা দিয়েছেন তারা। বিদেশি ক্রিকেটারদের জন্য সাতদিনের কোয়ারেন্টাইন দিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। কিন্তু সাপোর্ট স্টাফদের ১৪ দিনের কোয়ারেন্টাইনের বিধি বহাল রাখা হয়েছে।
টুর্নামেন্টটিতে শ্রীলঙ্কার পাঁচ অঞ্চলের নামে পাঁচটি দল গঠন করা হয়েছে। দলগুলো হল- কলম্বো কিংস, গল গ্ল্যাডিয়েটর্স, জাফানা স্ট্যালিয়ন্স, ডাম্বুলা হক্স এবং ক্যান্ডি টাস্কার্স। প্লেয়ার্স ড্রাফট শেষে ইতোমধ্যে টুর্নামেন্টের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি তাঁদের চূড়ান্ত দল গঠন করেছে।