বেঙ্গালুরু প্লে অফে খেলারই যোগ্য না: গম্ভীর

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের আগের ১২টি আসরে ৩ বার ফাইনাল খেললেও শিরোপা ছুয়ে দেখা হয়নি বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। কোহলির নেতৃত্বে চলতি আসর মিলিয়ে তৃতীয়বারের মতো প্লে অফ খেলেছে বেঙ্গালুরু। যেখানে মাত্র একবার ফাইনাল খেলেছে তারা।
কোহলি অধিনায়ক না থাকাকালীন প্রথম পাঁচ মৌসুমে দুইবার ফাইনালে খেলেছে দলটি। প্রতিবার ব্যয়বহুল দল সাজালেও শিরোপা জেতা হয় না দলটির। যা অব্যাহত রেখেছে আইপিএলের চলতি মৌসুমেও।

বরাববের ন্যায় এবারও দারুণ ভারসাম্যপূর্ণ দল গড়ে শিরোপার আশায় ছিল দলটি। তবে এলিমিনেটরে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৬ উইকেটে হেরে আবারও ফাইনাল খেলা থেকে বঞ্চিত হয়েছে তারা।
দুর্দান্ত দল গড়লেও বেঙ্গালুরুর প্লে অফে খেলারই যোগ্যতা এখনও হয়নি বলে মনে করেন সাবেক ভারতীয় অধিনায়ক গৌতম গম্ভীর। শুধু চলতি আসরেই নয়, কোনো আসরেই প্লে অফে খেলার যোগ্যতা ব্যাঙ্গালুরুর ছিল না বলেও মন্তব্য করেন সাবেক এই ক্রিকেটার।
সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন গম্ভীর।
গম্ভীর বলেন, 'আপনি বলতেই পারেন ''আমরা প্লে অফের জন্য যোগ্য হয়েছি এবং আমরা প্লে অফে খেলার যোগ্য'', কিন্তু বাস্তবে বিষয়টি একেবারেই এরকম নয়। আরসিবি আসলে কখনও প্লে অফে খেলার জন্য যোগ্য ছিল না।'
'আপনি যদি শেষ চার বা পাঁচটি খেলা এমনকি যদি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে সুপার ওভারটির কথাই ধরেন তবে দেখবেন তাঁরা নবদ্বীপ সায়নীর দুর্দান্ত বোলিংয়ের কারণে সৌভাগ্যবশত জয় পেয়েছিল। অন্যথায়, এটি তাদের দুর্দান্ত মৌসুম ছিল না। না ব্যাটিংয়ে এবং না বোলিংয়ের দিক থেকে।'