হায়দরাবাদের 'ব্যাংকার' উইলিয়ামসন

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাঁচা মরার ম্যাচে ৪৪ বলে অপরাজিত ৫০ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সানরাইজার্স হায়দরাবাদকে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে তুলেছেন কেন উইলিয়ামসন। শুধু বেঙ্গালুরুর বিপক্ষের ম্যাচেই নয়, চলতি মৌসুম জুড়েই দলের খারাপ সময়ে হাল ধরেছেন হায়দরাবাদের সাবেক এই অধিনায়ক। যে কারণে তাকে ব্যাংকার হিসেবে অভিহিত করেছেন হায়দরাবাদ দলপতি ডেভিড ওয়ার্নার।
১২ ওভারে ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে হায়দরাবাদ যখন ব্যাটিং বিপর্যয়ের মুখে, তখনই জেসন হোল্ডারকে সঙ্গে নিয়ে ৪৪ বলে অপরাজিত ৫০ রানের কার্যকরী ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের এই অধিনায়ক। যে কারণে উইলিয়ামসনকে প্রসংশায় ভাসাতে ভুলেননি হায়দরাবাদ দলপতি ওয়ার্নার।

ম্যাচ শেষে ওয়ার্নার বলেন, ‘কেইন আমাদের ব্যাংকার। সে দারুণ একজন খেলোয়াড়। যখনই আমরা সমস্যায় পড়ি, তখনই সে হাল ধরে এবং চাপের মুখে ভালো ইনিংস খেলে। আমরা যা আশা করি না তিনি সে করে এবং একই জিনিসটি নিউজিল্যান্ডের জন্যও করে যাচ্ছেন।’
এলিমিনেটরে বেঙ্গালুরুর বিপক্ষে ১৩২ রানের লক্ষ্যে খেলতে নেমে ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছায় হায়দরাবাদ। কম রান হলেও বেঙ্গালুরুর মতো দলের বিপক্ষে রান তাড়া করাটা সহজ ছিল না বলে মনে করেন উইলিয়ামসন। পিচ অনেকটা কঠিন ছিল বলে জানান এই তারকা ব্যাটসম্যান।
উইলিয়ামসন বলেন, ‘দেখুন এটি একটি কঠিন খেলা ছিল। বেঙ্গালুরুর মতো দলের বিপক্ষে এটি কখনও সহজ হতে পারে না। পিচ কিছুটা কঠিন ছিল। এই পিচে যে কোনও রান তাড়া করা খুব সহজ ছিল না।’
আগামীকাল দ্বিতীয় কোয়ালিফাইয়ারে দিল্লি ক্যাপিটেলসের মুখোমুখি হবে ওয়ার্নারের দল। এই ম্যাচে যারা জিতবে তারা আগামী ১০ নভেম্বর মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফাইনাল খেলবে।