হগের আইপিএল সেরা একাদশে নেই ওয়ার্নার-কোহলি

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) গ্রুপ পর্বের খেলার ভিত্তিতে পছন্দের সেরা একাদশ ঘোষণা করেছেন ব্র্যাড হগ। অস্ট্রেলিয়ান সাবেক এই স্পিনারের একাদশে ঠাই মেলেনি বিরাট কোহলি, লোকেশ রাহুল, ডেভিড ওয়ার্নারের মতো দুর্দান্ত ফর্মে থাকা ক্রিকেটারদের।
সাবেক এই অজি ক্রিকেটারের একাদশে জায়গা হয়নি মুম্বাই ইন্ডিয়ান্সের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মারও। এমনকি তিনি দলে রাখেননি দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক ব্যাটসম্যান কুইন্টন ডি কক এবং পেসার কাগিসো রাবাদাকে।
চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা কিংস ইলেভেন পাঞ্জাবের দলপতি লোকেশ রাহুল। তিনি এখন পর্যন্ত আইপিএলের চলতি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর ব্যাট থেকে ১৪ ম্যাচে ৫৫.৮৩ গড়ে রান এসেছে ৬৭০। তাঁর একাদশে জায়গা না পাওয়াটা বেশ অবাক করেছে ক্রিকেট বোদ্ধাদের।

এমনকি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ডেভিড ওয়ার্নারকেও বাদ দিয়েছেন হগ। ওপেনার হিসেবে তিনি দলে রেখেছেন দিল্লি ক্যাপিটেলসের ওপেনার শিখর ধাওয়ান এবং কিংস ইলেভেন পাঞ্জাবের মারকুটে ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়ালকে। এখন পর্যন্ত টুর্নামেন্টে দুইজনের মোট রান যথাক্রমে ৫২৫ এবং ৪২৪।
মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে হগের পছন্দ মুম্বাইয়ের সূর্যকুমার যাদব, বেঙ্গালুরুর এবি ডি ভিলিয়ার্স, কলকাতার ইয়ন মরগান এবং মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়াকে। বোলিং ডিপার্টমেন্টের পেস আক্রমণভাগ সাবেক এই অজি তারকা সাজিয়েছেন রাজস্থানের পেসার জফরা আর্চার, পাঞ্জাবের মোহাম্মদ শামি, মুম্বাইয়ের জশপ্রিত বুমরাহকে নিয়ে।
চলতি টুর্নামেন্টের লিগ পর্বে আর্চার এবং শামি দুজনই ২০টি করে উইকেট নিয়েছেন। অপরদিকে বুমরাহ ২৩টি উইকেট নিয়ে লিগ পর্ব শেষ করেছেন। একাদশে স্পিনার হিসেবে জায়গা পেয়েছেন বেঙ্গালুরুর স্পিনার যুজবেন্দ্র চাহাল এবং হায়দরাবাদের রশিদ খান।
হগের আইপিএল সেরা একাদশ:
শিখর ধাওয়ান, মায়াঙ্ক আগারওয়াল, সূর্যকুমার যাদব, এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগান, হার্দিক পান্ডিয়া, জফরা আর্চার, মোহাম্মদ শামি, জশপ্রিত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, রশিদ খান।