কোহলিকে আইপিএল শিরোপা উপহার দিতে চান ভিলিয়ার্স

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন বিরাট কোহলি এবং এবি ডি ভিলিয়ার্স। যদিও এখনো পর্যন্ত দুজনে মিলে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে জেতাতে পারেননি আইপিএলের শিরোপা।
বৃহস্পতিবার ছিল বেঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলির ৩২তম জন্মদিন। জৈব সুরক্ষা বলয়ে থেকেই স্ত্রী ও সতীর্থদের নিয়ে কেক কাটেন তিনি। ওই ভিডিও নিজেদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছে বেঙ্গালুরু।

সেখানে কোহলিকে শুভেচ্ছা জানিয়েছেন আইপিএলে দীর্ঘদিনের সতীর্থ ভিলিয়ার্স। এবারের আইপিএল শিরোপাটাই কোহলির জন্মদিনের উপহার হবে বলে জানান মিস্টার ৩৬০ ডিগ্রি খ্যাত এই ব্যাটসম্যান।
তিনি বলেন, 'আমি তোমাকে জন্মদিনে অনেক শুভেচ্ছা জানাই। তুমি দারুণ একজন মানুষ। আজকের দিনটা এখানে আমাদের সঙ্গে সুন্দর কাটুক। এবারে আইপিএল শিরোপাটা হবে তোমাকে দেয়া আমাদের জন্মদিনের উপহার।'
তাদের দুজনের বন্ধুত্ব সারাজীবন টিকে থাকবে বলে ওই ভিডিওতে জানিয়েছেন সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান। এলিমেনটরে জিততে সবাইকে নিজেদের সর্বোচ্চটা দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ভিলিয়ার্স বলেন, 'আমাদের যা আছে, সবাই নিজেদের সর্বোচ্চটা দেবো। আমাদের একসঙ্গে অনেক বিশেষ স্মৃতি আছে। আমাদের বন্ধুত্ব সারাজীবন টিকে থাকবে। আমি সবসময় এটা মনে রাখবো।'
আগামী শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে প্রথম এলিমেনটরে মাঠে নামবে বেঙ্গালুরু। এই ম্যাচে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জয়ী দলের বিপক্ষে। তাদের মধ্যে এক দল খেলবে ফাইনাল।