কিংবদন্তি হওয়ার পথে বাবর: নাসির

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম। ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে তার তুলনা চলে হরহামেশাই। যদিও তাদের পর্যায়ে যেতে হলে বাবরকে আরও ধারাবাহিক হতে হবে বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসির হোসেন।
২০১৫ সালে ঘরের মাঠ লাহোরে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে দিয়ে অভিষেক হয় বাবরের। এখন পর্যন্ত সীমিত ওভারের ৭৭ ম্যাচ ৩ হাজার ৫৮০ রান করেছেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। হাঁকিয়েছেন ১২ সেঞ্চুরি।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে রয়েছেন পাকিস্তানের এই ব্যাটসম্যান। তবে সাদা পোশাকের ক্রিকেটে তাকে আরেকটু ধারাবাহিক হতে হবে বলে মনে করেন নাসির।
তিনি বলেন, 'বাবর ক্রিকেটের কিংবদন্তি হওয়ার পথেই আছে। সাদা বলের ক্রিকেটে সে সেরা হওয়ার পথেই আছে। টি-টোয়েন্টিতে র্যাঙ্কিংয়ে শীর্ষ হওয়ার কাছেই আছে, ওয়ানডেতেও বাবর অনন্য।
'ইংল্যান্ডের বিপক্ষে টেস্টেও ভালোই করেছে। মনে রাখতে হবে ইংল্যান্ডে এসে টেস্ট খেলা সহজ না। তার কেবল টেস্টে ধারাবাহিক হতে হবে বিরাট কোহলিদের পর্যায়ে যেতে হলে।'
একই সঙ্গে বাবরকে সেরা হবার টোটকাও দেন নাসির। কেবলমাত্র তিন ফরম্যাটেই সব কন্ডিশনে ধারাবাহিক হলেই এবং মনে বিশ্বাস রাখলেই তিনি সেরা হয়ে উঠবেন।
এ প্রসঙ্গে নাসির বলেন, 'সে অসাধারণ একজন ক্রিকেটার, কোনো ভুল করে না। তার শুধু এই বিশ্বাসটা রাখতে হবে সে খেলাতে সেরা হতে চায়। আর সেটার জন্য আপনাকে তিন ফরম্যাটেই সব কন্ডিশনে ধারাবাহিক হতে হবে।'