রেডফোর্ডের দীক্ষা কাজে লাগাতে চান জয়

ছবি- ক্রিকফ্রেঞ্জি, তানভিন তামিম

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান মাহামুদুল হাসান জয়। বর্তমানে হাই পারফর্ম্যান্স ইউনিটের (এইচপি) ক্যাম্পে রয়েছেন তিনি। এইচপির প্রধান কোচ টবি রেডফোর্ডের অধীনে থেকে ভবিষ্যতে ভালো কিছু করার প্রত্যাশা তার।
জাতীয় দল ও এইচপির ক্রিকেটারদের নিয়ে প্রেসিডেন্টস কাপের মত প্রতিযোগিতামূলক ক্রিকেট আয়োজন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই টুর্নামেন্টে মাহামুদউল্লাহ একাদশের হয়ে খেলেছিলেন জয়। একটি হাফ সেঞ্চুরি সহ তিন ম্যাচে মোট ৮৯ রান সংগ্রহ করে বড়দের বিপক্ষে প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন তিনি।

এইচপির ক্যাম্পে অনূর্ধ্ব-১৯ দলের ১২-১৩ জন ক্রিকেটার আগামীর জন্য নিজেদের প্রস্তুত করছেন। প্রধান কোচের কাছে নিত্যনতুন কৌশল শিখে নিজেদের দুর্বল জায়গাগুলো আরো শক্তিশালী করে গড়ে তুলতে চান যুবারা। এমনকি ভবিষ্যতে ভালো খেলতেও আশাবাদী তারা।
এ বিষয়ে জয় বলেন, 'নতুন নতুন অনেক টেকনিকের কাজ উনি (রেডফোর্ড) দেখিয়ে দিচ্ছেন। তাই ওগুলোর ওপর আমরা বেশি জোর দিচ্ছি। ওগুলোয় যদি আমরা স্ট্রং হতে পারি, তাহলে আগামীতে আমরা আরও ভালো কিছু করতে পারব।'
'আমরা অনূর্ধ্ব-১৯ থেকে এসেছি। আমরা প্রায় ১২-১৩ জন আছি অনূর্ধ্ব-১৯ এর । এটা আমাদের নতুন একটি ক্যাম্প। তাই এখানে আমরা টেকনিক্যাল বিষয়গুলোয় আরও বেশি উন্নতি করে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।'
নভেম্বর শেষের দিকে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ আয়োজনের কথা রয়েছে বিসিবির। ৫ দলের এই টুর্নামেন্টে দল পেতে বেশ আশাবাদী জয়। এমনকি সুযোগ পেলে ভালো খেলারও প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
জয় বলেন, 'ওটায় (বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ) যদি টিম হয় আল্লাহ এর রহমতে তাহলে আমরা সবাই চেষ্টা করবো ভালো করার। এবং আমি আমার নিজের দিক থেকে চেষ্টা করবো আমার সেরা পারফর্ম করার।'