ফিটনেস টেস্টে সাকিব উতরে যাবেন, আশাবাদী সালাহউদ্দিন

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
দুই বছরের (এক বছরের স্থগিতাদেশ) নিষেধাজ্ঞা কাটিয়ে সম্প্রতি ক্রিকেটে ফিরেছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির দেয়া নিষেধাজ্ঞার কারণে দীর্ঘ এক বছর ক্রিকেট থেকে নির্বাসিত ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আশা করা যাচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ দিয়ে ২২ গজের লড়াইয়ে ফিরবেন সাকিব। টুর্নামেন্টে অংশ নিতে হলে ফিটনেস পরীক্ষা দিতে হবে প্রত্যেক ক্রিকেটারদের। লম্বা সময় ক্রিকেটের বাইরে থাকা অলরাউন্ডার সাকিব আল হাসানকেও উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায়।
ফিটনেস পরীক্ষায় দেশসেরা এই ক্রিকেটারের উতরে যাবার বিষয়ে বেশ আশাবাদী সাকিবের বাল্যকালের গুরু মোহাম্মদ সালাহউদ্দিন। যুক্তরাষ্ট্রে থাকাকালীন ফিটনেস ধরে রাখতে সাকিব যদি কোনো পদক্ষেপ নিয়ে থাকে তবে পরীক্ষায় সহজেই উতরে যাবেন সাকিব, এমনটাই মন্তব্য করেন এই কোচ।

সালাহউদ্দিন বলেন, 'ভালো লাগছে যে সে আবার ক্রিকেট খেলা শুরু করবে। আমেরিকাতে কি করেছে তা তো জানিনা কিন্তু আগে যখন ছিল তখন ফিটনেস খুব ভালো অবস্থায় ছিল। যদি আমেরিকাতে ফিটনেস নিয়ে কাজ করে থাকে আমার মনে হয় তার জন্য সুবিধা হবে ফিটনেস টেস্টে পাশ করার ব্যাপারে।'
লম্বা সময় ক্রিকেট থেকে দূরে থাকার কারণে ২২ গজে ফিরে মানিয়ে নিতে স্বভাবতই কিছুটা সমস্যা হবার কথা একজন ক্রিকেটারের। কিন্তু সাকিবের ব্যপারে এই বিষয়ে খুব একটা উদ্বিগ্ন নন সালাহউদ্দিন। সাকিব আগের জায়গায় ফিরে আসবেন বলেও আশাবাদ প্রকাশ করেন তিনি।
এ প্রসঙ্গে তিনি বলেন, 'খেলা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না, আজ হোক কাল হোক সে আগের জায়গায় ফিরে আসবে।'
সাকিবের অনুশীলন নিয়ে পরিকল্পনার ছক আটছেন কিনা সে প্রসঙ্গে সালাহউদ্দিন বলান, 'এ নিয়ে আমার সাথে এখনো কোন কথা হয়নাই। যেহেতু এখন সে বোর্ডের অধীনে, বোর্ডের সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নিবে কীভাবে অনুশীলন করবে।'
'সত্যি কথা বলতে আমার সাথে এ বিষয়ে কোন কথা হয়নি। সর্বশেষে ৫-৭ দিন আগে অন্য বিষয়ে কথা হয়েছে কিন্তু খেলা নিয়ে কোন কথা হয়নি।'