নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না বিগ ব্যাশ
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিসেম্বরের ৩ তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ টি-টোয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের (বিবিএল)। কিন??তু এক সপ্তাহ পিছিয়ে এই টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ১০ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে এবারের আসর।

শুরুর দিকের ম্যাচগুলো হবে হোবার্ট ও ক্যানবেরা এই দুই ভেন্যুতে। এরপর কুইন্সল্যান্ড ও অ্যাডিলেডে হবে বাকি ম্যাচগুলো। পর্যায়ক্রমে অন্যান্য ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছে সিএ। প্রাথমিকভাবে ২১ টি ম্যাচের সূচি প্রকাশ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স। এবারের বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করার কাজকে সবচেয়ে কঠিন মনে করেন সিএর বিগ ব্যাশ প্রধান অ্যালিস্টার ডুবসন।
তিনি বলেন, 'কোনো সন্দেহ ছাড়াই এই সূচি তৈরি কঠিন কাজ। অবশেষে এটা মাঠে গড়াচ্ছে এটা ভেবেই আমরা রোমাঞ্চিত। এটা খুব কঠিন বছর ছিল অস্ট্রেলিয়ার অনেক মানুষের জন্য। আমরা অস্ট্রেলিয়ার সব রাজ্যেই অনুমতি পেলে বিগ ব্যাশ আয়োজনের দিকে তাকিয়ে আছি।'
বিগ ব্যাশের সূচি চূড়ান্ত করতে পারায় নিজেদের আনন্দের কথা জানিয়ে তিনি বলেন, 'আমরা খুশি যে দল, ক্রিকেটার, ব্রডকাস্টার ও বানিজ্যিক সহযোগীদের বিগ ব্যাশ কবে শুরু হবে, ভেন্যু এবং সূচি জানাতে পারছি। আমরা এই পরিস্থিতিতে ৩৫টি লিগ ম্যাচ ফাইনাল সিরিজ আগামী বছর আয়োজন করতে চাচ্ছি। বাকি ভেন্যুগুলোর ব্যাপারে আগামী সপ্তাহে ঘোষণা আসবে।'