রোহিতের ইনজুরি ইস্যুতে নতুন বিতর্ক

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
হ্যামস্ট্রিংয়ের ইনজুরির কারণে ভারতের আসন্ন অস্ট্রেলিয়া সফরে দলে রাখা হয়নি ভারতের নির্ভরযোগ্য ব্যাটসম্যান রোহিত শর্মাকে। যে কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে ১৮ অক্টোবরের পর চার ম্যাচে মাঠে নামতে পারেননি এই ওপেনার।
ইনজুরির কারণে জাতীয় দলে না থাকলেও মুম্বাইয়ের অনুশীলনে ঠিকই দেখা গিয়েছিল রোহিতকে। আর সে সময় থেকেই বিতর্কের বেড়াজালে আটকা পড়তে হয় তাঁকে।
আগুনে ঘি ঢালার মতো ভারতীয় এই ওপেনার বিতর্ক আরো উসকে দিয়েছেন মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাঠে নেমে। যেই রোহিতকে চোটের কারণে অস্ট্রেলিয়া সিরিজে দলে রাখা হয়নি তিনিই কিনা দল ঘোষণার পরপরই মুম্বাইয়ের হয়ে মাঠে নামেন। আর এই বিষয়টিকে কেন্দ্র করে ইতোমধ্যেই সমালোচনার ঝড় বইতে শুরু করেছে ভারতীয় ক্রিকেটাঙ্গনে।

রোহিতের এই আচরণ প্রশ্নবিদ্ধ করেছে জাতীয় দলের প্রতি তাঁর দায়বদ্ধতাকে। সাবেক ভারতীয় অধিনায়ক দিলিপ ভেংসরকার চলমান এই বিতর্কের জের ধরে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোহিত শর্মাকে।
ভেংসরকার বলেন, 'প্রশ্ন হলো, ভারতের হয়ে খেলার চেয়ে আইপিএল খেলাই কি তার (রোহিত) কাছে বেশি গুরুত্বপূর্ণ? জাতীয় দলে চেয়ে ক্লাবের হয়ে খেলাই বেশি গুরুত্ব পাচ্ছে? বিসিসিআই এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবে? নাকি বিসিসিআইয়ের ফিজিও রোহিতের চোট ঠিকভাবে পর্যালোচনা করতে ব্যর্থ হয়েছে!'
ধারণা করা হচ্ছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে জপ্ল ঘোলা হচ্ছে তাঁকে নিয়ে। আবার ভারতীয় সংবাদমাধ্যমে কোহলির সঙ্গে রোহিতের পূর্বের দ্বন্দ্বের বিষয়টি টেনে আনছে এখানে।
রোহিতের প্রসঙ্গে সম্প্রতি বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিবলেছিলেন, 'চোটের কারণেই রোহিতকে দলে রাখা হয়নি। রোহিত নিজেই জানে, তার সামনে লম্বা ক্যারিয়ার পড়ে আছে। স্রেফ এই আইপিএল বা পরের সিরিজই নয়। আমি নিশ্চিত, সে জানে কোনটি তার জন্য সবচেয়ে ভালো।'
এদিকে রোহিত দাবী করছেন ইনজুরি কাটিয়ে তিনি বর্তমানে সুস্থ্য রয়েছেন। একই সঙ্গে মুম্বাইয়ের হয়ে সাম্নের ম্যাচগুলোতে খেলারও ইঙ্গিত দেন তিনি।
রোহিত বলেন, 'এটা (হ্যামস্ট্রিং) এখন সত্যিই ভালো আছে। আমি খেলায় ফিরতে পেরে খুশি। এখানে আরও কিছু ম্যাচ খেলবো, আমি সেদিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।'