ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে নিউজিল্যান্ড দলে ইনজুরির মিছিল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনা বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবে ইতোমধ্যে ঘরোয়া ক্রিকেট শুরু করেছে নিউজিল্যান্ড। চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের মধ্য দিয়ে বিরতি কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা রয়েছে ব্ল্যাক ক্যাপসদের। কিন্তু সিরিজের আগে ইনজুরির হানায় দিশেহারা হয়ে পড়েছে কিউইরা। ক্রমান্বয়ে দীর্ঘ হচ্ছে ইনজুরিতে পড়া ক্রিকেটারদের তালিকা। তিনজন থেকে যে তালিকা গিয়ে দাঁড়িয়েছে ছয়জনে।
নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেট প্ল্যাঙ্কেট শিল্ডে খেলার সময় প্রথম দফায় ইনজুরির শিকার হয়েছিলেন ম্যাট হেনরি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল। এবারে সেই মিছিলে শামিল হলেন টিম সাউদি, নেইল ওয়াগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোম।
পিঠের ইনজুরিতে পড়েছেন সাউদি, ডি গ্র্যান্ডহোম ডান পায়ের আর ওয়াগনার ভুগছেন কুঁচকির ইনজুরিতে। আর আগেই অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পেয়ে ৪ থেকে ৬ সপ্তাহের জন্য ছিটকে গেছেন হেনরি আর পেশির ইনজুরিতে ভুগছেন প্যাটেল আর নিকোলস।

এর ভেতর সাউদি এবং নিকোলসকে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পেতে আশাবাদী নিউজিল্যান্ডের হেড কোচ গ্যারি স্টেড। তিনি আশা করছেন ১৪ নভেম্বর থেকে শুরু হওয়া প্ল্যাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ডেই ফিরতে পারেন সাউদি ও নিকোলস।
এদিকে গ্র্যান্ডহোম, প্যাটেল এবং ওয়াগনার সকলেই স্ক্যানের ফলাফলের অপেক্ষায় রয়েছেন। তারপর আসলে জানা যাবে তাদের ইনজুরি কতটা গুরুতর এবং সেরে উঠতে কত দিন সময় লাগবে। ইনজুরির কারণে এখন পর্যন্ত মাঠেই নামতে পারেননি প্যাটেল ও নিকোলস।
স্টেড বলেন, ‘ইনজুরি সবসময়ের জন্যই উদ্বেগের বিষয়। আমরা আমাদের চিকিৎসা কর্মীদের সঙ্গে প্রত্যেকের ইনজুরি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।'
'আশা করছি টিম সাউদি এবং হেনরি নিকোলসকে প্ল্যাঙ্কেট শিল্ডের চতুর্থ রাউন্ডের আগেই পেয়ে যাব আমরা। নেইল ওয়াগনার এবং কলিন ডি গ্র্যান্ডহোমের স্ক্যান রিপোর্ট শিঘ্রই পেয়ে যাব বলে আমরা আশাবাদী। প্যাটেলের পেশিতে স্ক্যান করানো হয়েছে এবং তিনি পুনর্বাসনে রয়েছেন।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে করোনা পরবর্তী সময়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে নিউজিল্যান্ড। প্রস্তাবিত সূচি অনুযায়ী তিনটি টি-টোয়েন্টি এবং দুইটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফরে যাবে ওয়েস্ট ইন্ডিজ।
২৭ নভেম্বর ইডেন পার্কে টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সিরিজটি। এরপর ২৯ এবং ৩০ নভেম্বর মাঠে গড়াবে পরবর্তী দুই ম্যাচ। দুইটি ম্যাচই হবে ওভালে।
টি-টোয়েন্টি সিরিজ শেষে সাদা পোষাকের লড়াইয়ে নামবে এই দুই দল। ৩ ডিসেম্বর থেকে হ্যামিল্টনের সেডন পার্কে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। আর ১১ ডিসেম্বর ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে দ্বিতীয় এবং শেষ টেস্ট।