নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন জয়সুরিয়া

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দেয়া দুই বছরের নিষেধাজ্ঞা শেষ হয়েছে শ্রীলঙ্কান সাবেক ক্রিকেটার সানাৎ জয়সুরিয়ার। আইসিসির দুর্নীতি দমন ইউনিটকে (এসিইউ) তদন্তের কাজে সহযোগিতা না করায় এবং তদন্ত বাঁধাগ্রস্ত করার অপরাধে এই নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন সাবেক এই লঙ্কান ক্রিকেটার।
গেল বছরের ফেব্রুয়ারিতে এই নিষেধাজ্ঞা পেয়েছিলেন জয়সুরিয়া। দুর্নীতি দমন আইনের ২.৪.৬ ও ২.৪.৭ ধারায় সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছিল আইসিসি।

২০১৮ সালের অক্টোবরে তার বিরুদ্ধে অভিযোগ আনার পর এসিইউ জয়সুরিয়াকে তার মুঠোফোন দেওয়ার জন্য বললে তা দিতে তিনি অপারগতা জানান। বারবার অনুরোধ করার স্বত্ত্বেও তদন্তের স্বার্থে প্রয়োজনীয় নথি বা তথ্য জমা দেননি তিনি, এমনটাই অভিযোগ এনে তাঁকে নিষিদ্ধ করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
সম্প্রতি এক টুইট বার্তায় নিষেধাজ্ঞা থেকে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন খোদ জয়সুরিয়া। সাবেক এই ক্রিকেটার জানিয়েছেন, তিনি এখন ক্রিকেটের সঙ্গে জড়িত হতে পারবেন।
টুইট বার্তায় জয়সুরিয়া বলেন, ‘আমি ঘোষণা করে খুশি যে আইসিসি, এসিইউ আমাকে জানিয়েছে আমার সম্মতিযুক্ত নিষেধাজ্ঞার শর্তগুলো পূরণ হয়েছে এবং আমার নিষেধাজ্ঞার সময়সীমা শেষ হয়েছে। আমি এখন ক্রিকেটের সঙ্গে জড়িত হওয়ার যোগ্য।’
‘আমি আবারও বলছি যে, আমার ক্রিকেট ক্যারিয়ারে আমি সর্বদা সর্বোচ্চ সততা বজায় রেখেছি। আমি দেশকে সবসময় প্রথমস্থানে রেখেছি। ক্রিকেটপ্রেমী জনসাধারণ এই সময়ের সেরা সাক্ষী।’
এমন খারাপ সময়ে পাশে থাকার জন্য ভক্ত-সমর্থক ও শ্রীলঙ্কার জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। জয়সুরিয়ার ভাষ্যমতে, ‘আমি কৃতজ্ঞ। শ্রীলঙ্কার জনসাধারণ এবং আমার ভক্তদের প্রতি, যারা এই পুরো সময়কালে আমাকে সমর্থন করেছিল তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। এই কঠিন সময়ে আপনারা আমার কাছে অনেক শক্তির উৎস হয়েছিলেন।’