হায়দরাবাদের বিপক্ষের ম্যাচটি মুম্বাইয়ের জঘন্যতম ম্যাচ: রোহিত

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্লে-অফ নিশ্চিত করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। মঙ্গলবার হায়দরাবাদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচটা ছিল কেবল আনুষ্ঠানিকতার।
এই ম্যাচে ডেভিড ওয়ার্নারদের কাছে ১০ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে মুম্বাই। যদিও তাতে তেমন কোনো রদবদল হয়নি। কেননা পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থেকেই প্লে অফ খেলবে মুম্বাই।

টেবিলের শীর্ষে থেকে প্লে অফে গেলেও হায়দরাবাদের বিপক্ষে নিজেদের পারফরম্যান্সে একেবারেই সন্তুষ্ট নন মুম্বাই দলপতি রোহিত শর্মা। এই ম্যাচটিকে চলতি টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে জঘন্য ম্যাচ বলেও মন্তব্য করেন তিনি।
রোহিত বলেন, 'এই দিনটা মনে রাখার মতো না। সম্ভবত এই টুর্নামেন্টে আমাদের সবচেয়ে জঘণ্য পারফরম্যান্স হয়েছে এই ম্যাচে।'
প্রথম কোয়ালিফায়ারে মুম্বাই ইন্ডিয়ান্সের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিটালস। শেষ ম্যাচে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে আসে তারা।
দিল্লিকে বেশ শক্ত প্রতিপক্ষ মেনে রোহিত বলেন, 'তারা খুব ভালো দল। এটা খুব বড় চ্যালেঞ্জ হবে তাদের মুখোমুখি হওয়া। আজকের পারফরম্যান্স যত দ্রুত সম্ভব ভুলে যেতে হবে। আমরা কিছু জিনিস ঠিক করে নিজেদের ছন্দে ফিরে আসার চেষ্টা করবো।'
হ্যামস্ট্রিং চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের ভারতীয় দলে জায়গা হয়নি রোহিত শর্মার। তবে এখন ভালো আছেন বলেই জানিয়েছেন তিনি, 'এটা (হ্যামস্ট্রিং) এখন সত্যিই ভালো আছে। আমি খেলায় ফিরতে পেরে খুশি। এখানে আরও কিছু ম্যাচ খেলবো, আমি সেদিকে তাকিয়ে আছি। দেখা যাক কী হয়।'