দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে বিশ্রামে স্টোকস-আর্চার

ছবি: সংগ্রহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডিসেম্বরের শেষ দিকে দক্ষিণ আফ্রিকার মাটিতে তিনটি ওয়ানডে ও সমান সংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের স্কোয়াডে রাখা হয়নি বেন স্টোকস, জফরা আর্চার ও স্যাম কারানকে। এই তিন ক্রিকেটারকে বিশ্রাম দিয়েছে ইসিবি। ওয়ানডে না খেললেও তার আগে অনুষ্ঠিত টি-টোয়েন্টি সিরিজে খেলবেন স্টোকস, আর্চার ও কারান।
দীর্ঘদিন ধরেই জৈব সুরক্ষা বলয়ের ভেতর আছেন ইংল্যান্ডের বেশির ভাগ ক্রিকেটার। ওয়ানডে সিরিজে বিশ্রাম দেয়া তিন ক্রিকেটারই খেলছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু, এরপর পাকিস্তান, অস্ট্রেলিয়া সিরিজ। সর্বশেষ আইপিএল। সব মিলিয়ে লম্বা সময় ধরে জৈব সুরক্ষা বলয়ের ভেতরে থাকায় পরিবার থেকে দূরে রয়েছেন এই তিন ক্রিকেটার। তাই তাঁদের ওয়ানডে সিরিজে রাখেনি ইসিবি।
করোনা বিরতির পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের সময় জৈব সুরক্ষা বলয় ভাঙ্গায় দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়েন আর্চার। অপরদিকে অসুস্থ্য বাবার পাশে থাকতে বেশ কিছু ম্যাচ বাদ দিয়ে নিউজিল্যান্ডে ছিলেন স্টোকস। তবে সাদা ও লাল দুই বলে ইংল্যান্ড দলে নিয়মিত খেলার পর এবারের আইপিএলেও নিয়মিত মুখ ছিলেন কারান।
আগামী ২৭ নভেম্বর প্রথম টি-টোয়েন্টির মধ্য দিয়ে মাঠে গড়াবে সিরিজটি। এরপর ২৯ নভেম্বর এবং ১ ডিসেম্বর অনুষ্ঠিত সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি। ৪ ডিসেম্বর থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি।
টি-টোয়েন্টি স্কোয়াড :
ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, সেম বিলিং, জশ বাটলার, স্যাম কারান, টম কারান, ক্রিস জর্ডান, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রয়, বেন স্টোকস, রেসি টপলে, মার্ক উড।
ওয়ানডে স্ক???য়াড :
ইয়ন মরগান, মঈন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিং, জশ বাটলার, টম কারান, লুইস গ্রেগরি, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, জেশন রয়, ওলে স্টোন, রেসে টপলে, ক্রিস ওকস, মার্ক উড