এলপিএল আয়োজনে ভারতের পথে হাঁটছে শ্রীলঙ্কা

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কায় করোনা পরিস্থিতি আবারো খারাপের দিকে যাচ্ছে। তাই লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরুর তারিখ নিয়ে বেশ দ্বিধাদ্বন্দ্বে পড়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। এমনকি এলপিএলের প্রথম আসরটি মালয়েশিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতে আয়োজনের কথাও ভাবছে তারা।
অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামী ২১ নভেম্বর থেকে এলপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল এসএলসি। এর আগে অবশ্য বিদেশি ক্রিকেটারদের কোয়ারেন্টাইন জটিলতার কারনে দুই দফা তারিখ পেছাতে বাধ্য হয়েছিল তারা। কেননা শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয় বিদেশি ক্রিকেটারদের বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টাইন সময়সীমা বেঁধে দিয়েছিল।

অপরদিকে বোর্ড চেয়েছিল কোয়ারেন্টাইন ৫-৭ দিনের যেন হয় । আর এ নিয়েই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বোর্ডের বনিবনা না হওয়ায় মালেশিয়া অথবা সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টটি আয়োজন করার কথা ভাবছে আয়োজকরা। ইএসপিএন ক্রিকইনফোকে টুর্নামেন্টটির পরিচালক রাভিন বিক্রমারত্নে এমটাই জানিয়েছেন।
এ বিষয়ে তিনি বলেন, 'আমাদের শেষ পরিকল্পনা, টুর্নামেন্টটি ইউএই (সংযুক্ত আরব আমিরাত) অথবা মালেশিয়ায় আয়োজন করা। কিন্তু আমরা এখনি এ বিষয়ে সিদ্ধান্ত নিতে চাই না। এটি শ্রীলঙ্কার টুর্নামেন্ট তাই আমরা চাই এটি শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হোক। আমাদের প্রথম পরিকল্পনাটি হচ্ছে, হাম্বানটোটা এবং পাল্লেকেলে এই দুটি ভেন্যুতে টুর্নামেন্টি আয়োজন করা। কিন্তু তারপরেও টুর্নামেন্টটি এক সপ্তাহ পেছাতে বাধ্য হচ্ছি আমরা।'
'আমাদের দ্বিতীয় পরিকল্পনাটি হচ্ছে, একটি ভেন্যুতে টুর্নামেন্টের সকল ম্যাচ আয়োজন করা। তাহলে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে খেলোয়াড় ও সকল সাপোর্ট স্টাফদের জন্য টুর্নামেন্টটি আয়োজন করা আরো সহজ হবে।'
অনেকদিন থেকেই প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে বাইরে রয়েছে শ্রীলঙ্কার ক্রিকেটাররা। কোয়ারেন্টাইন জটিলতায় নভেম্বরের বাংলাদেশের বিপক্ষে সিরিজটি স্থগিত হয়ে গিয়েছিল তাদের। তাই এলপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা বোর্ড। আবশেষে কোয়ারেন্টাইন ইস্যু নিয়ে জটিলতার কারনে এই টুর্নামেন্টির ভাগ্যও ঝুলে আছে।