আজহারের স্থলাভিষিক্ত হবেন বাবর আজম!

ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কিছুদিন ধরেই জোড় গুঞ্জন চলছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গনে; টেস্ট দলের অধিনায়কের পদ থেকে আজহার আলিকে সরিয়ে দিতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তাঁর পরিবর্তে দলের দায়িত্বভার তুলে দেয়া হবে মোহাম্মদ রিজওয়ানের হাতে। কিন্তু সম্প্রতি শোনা গেল ভিন্ন কথা।
টেস্ট দলের অধিনায়কের দৌড়ে পিসিবির পছন্দ পাকিস্তানের ওয়ানডে দলের অধিনায়ক বাবর আজম। সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডের একটি সূত্রের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

পিসিবির সেই সূত্র মতে জানা যায়, 'পাকিস্তানের টেস্ট অধিনায়ক হতে মানসিকভাবে প্রস্তুত বাবর আজম। এ বিষয়ে আজহারের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে পিসিবি।'
উল্লেখ্য, কিছুদিন আগে পাকিস্তানি গণমাধ্যমে গুঞ্জন তৈরি হয়েছিল যে, পাকিস্তানের টেস্ট অধিনায়কত্ব হারাচ্ছেন আজহার আলী। যদিও এই গুঞ্জন একেবারেই উড়িয়ে দিয়েছিলেন তিনি।
জিম্বাবুয়ে বিপক্ষে সীমিত ওভারের সিরিজ শেষে নিউজিল্যান্ড সফরে যাবে পাকিস্তান। কিউইদের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করার আজহারের অধিনায়কত্ব নিয়ে পর্যালোচনা করার কথা জানিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। আর তখন থেকেই সূত্রপাত হয়েছিল এই গুঞ্জনের।
তবে পিসিবি এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। এদিকে জিম্বাবুয়ের সিরিজ শেষ হওয়ার আগে পিসিবির প্রধান নির্বাহীর এমন বক্তব্য ভালোভাবে নেননি পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা। ইতোমধ্যে এ নিয়ে পিসিবির সমালোচনা করেছেন শোয়েব আখতার ও ইনজামাম উল হক।