বিদেশে গোলাপি বলে ভারতের খেলা নিয়ে চিন্তিত নন গাঙ্গুলি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে গেল বছরের শেষ দিকে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট খেলতে নামে ভারত। যেখানে তারা জয় পায় ইনিংস ব্যবধানে। এবার প্রথমবারের মতো দেশের বাইরে ফ্লাডলাইটের আলোয় টেস্ট খেলতে যাচ্ছেন বিরাট কোহলিরা। এবারে তাঁদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।
আগামী মাসে অজিদের বিপক্ষে চার টেস্টের সিরিজ খেলবে ভারত। যেখানে একটি টেস্ট হবে দিবা-রাত্রির। প্রথমবারের মতো ভারতের বিদেশের মাটিতে টেস্ট খেলা নিয়ে চিন্তিত নন বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলী।

তিনি বলেন, 'গোলাপি বলই টেস্টের ভবিষ্যৎ। অস্ট্রেলিয়া দর্শক প্রবেশের অনুমতিও দিবে। এটা দারুণ হবে। ক্র???কেটের স্বাভাবিকতা ফেরার এটা একটা নিদর্শন হবে। আর আমাদের ক্রিকেটাররা ভারতে গোলাপি বলে খেলেছে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।'
অস্ট্রেলিয়া ঘরের মাঠে কঠিন প্রতিপক্ষ হলেও নিজেদের নিয়ে আশাবাদি গাঙ্গুলি। ভারতের জন্য এটি একটি কঠিন পরীক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি।
ভারতীয় বোর্ডের এই সভাপতি এ প্রসঙ্গে বলেন, 'ঘরের মাঠে অস্ট্রেলিয়া সবসময়ই কঠিন প্রতিপক্ষ। স্মিথ আর ওয়ার্নার আসার পর তারা আরও শক্তিশালি হয়েছে। ল্যাবুশেনের মতো ক্রিকেটাররাও ভালো করছে। এটা ভারতের জন্য ভালো পরীক্ষা হবে, কিন্তু তাদের জেতার সক্ষমতা আছে। এটা ভালো একটা সিরিজ হবে।'
দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করেছে বিসিসিআই। ওপেনার রোহিত শর্মা ও পেসার ইশান্ত শর্মাকে ইনজুরির কারণে রাখা হয়নি স্কোয়াডে। তবে এই দুজনই সফরের যেকোনো সময়ে দলের সঙ্গে যোগ দেবেন বলে মনে করেন গাঙ্গুলি।
তিনি বলেন, 'আমরা ইশান্ত ও রোহিতকে পর্যবেক্ষণ করছি। ইশান্ত পুরোপুরিভাবে ছিটকে যায়নি। সে টেস্ট দলের অংশ হবে। আর রোহিতকে আমরা অস্ট্রেলিয়ায় পুরো ফিট হিসেবে চাই। যদি কোনো সময়ে সে ফিট হয়। আমি নিশ্চিত নির্বাচকরা তার জায়গাটা পুনরায় বিবেচনা করবে।'