জৈব সুরক্ষা বলয় তৈরিতে পাকিস্তানের পরিকল্পনা দেখছে বিসিবি

ছবি: সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তিন দলের প্রেসিডেন্টস কাপ দিয়ে দেশের মাটিতে ক্রিকেট ফিরিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী মাসে আরও বড় পরিসরে হবে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ। এই টুর্নামেন্টের জন্য জৈব সুরক্ষা বলয় তৈরিতে পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের পরিকল্পনা দেখছে বলে জানিয়েছে বিসিবি।
আইপিএল, সিপিএল, বিগ ব্যাশের মতো আসরগুলো কীভাবে জৈব সুরক্ষা বলয়ে মাঠে গড়িয়েছে সেই পরিকল্পনাও দেখছেন তারা। পাকিস্তানে ইতোমধ্যে হয়েছে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট এবং আন্তর্জাতিক ক্রিকেট। তাদের পরিকল্পনা অনুসরণ করবে বিসিবি, এমনটিই জানিয়েছেন প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরি।

তিনি বলেন, 'আমাদের সামনে পাঁচটি মডেল আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। আমাদের কাছে ইংল্যান্ড ও আইপিএলের জৈব সুরক্ষা বলয়ের পরিকল্পনাও আছে। আমরা সম্প্রতি পাকিস্তানের পরিকল্পনাও নিয়েছি, দেখবো তারা সেটা কীভাবে প্রয়োগ করেছে।'
করোনা মহামারির পর পুরোদমে ক্রিকেট মাঠে ফেরাতে চাচ্ছে বিসিবি। ইতোমধ্যে সফলভাবে প্রেসিডেন্টস কাপ আয়োজন করেছে তারা। এক মাস ব্যাপী হাই পারফরম্যান্স প্রশিক্ষণও চলছে করোনার আঘাত ছাড়া।
প্রেসিডেন্টস কাপের চেয়ে বেশি ক্রিকেটার নিয়ে এবার বঙ্গবন্ধু টি-টোয়েন্টি লিগ আয়োজনে চোখ বিসিবির। এই টুর্নামেন্ট ঠিকভাবে আয়োজনের পর আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে চায় তারা। আগামী বছরের শুরুতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের।