পাকিস্তানে দ্বিতীয় সারির দল পাঠাবে ইংল্যান্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর সন্ত্রাসী হামলার পর দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে নির্বাসিত ছিল পাকিস্তান। তবে গেল কয়েক বছরে বেশ কয়েকটি দল দেশটিতে সফর করেছে। আগামী বছরের জানুয়ারিতে সেখানে সফর করার কথা ইংল্যান্ড ক্রিকেট দলেরও।
দীর্ঘ ১৫ বছর পাকিস্তান সফরে যায়নি ইংলিশরা। তবে এত বছর পরে পাকিস্তানে সিরিজ খেলতে গেলেও মূল দল পাঠাবে না ইংল্যান্ড। দ্বিতীয় সারির দলের বিপক্ষেই ঘরের মাঠে সিরিজ খেলতে হবে বাবর আজমদের।

বিষয়টি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি। একই সময়ে ইংল্যান্ডের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থাকাতেই তারা দ্বিতীয় সারির দল পাঠাবে বলে জানিয়েছেন তিনি।
পিসিবি চেয়ারম্যান বলেন, 'ইংল্যান্ডের মূল দল শ্রীলঙ্কা থাকবে। কিন্তু তারা একই সময়ে পাকিস্তানেও দল পাঠাবে বিশ্বকে এই বার্তা দিতে যে আমাদের দেশ ক্রিকেট খেলার জন্য নিরাপদ। ইংল্যান্ড বোর্ডের বড় কর্মকর্তারও সফরের সময় আসবে।'
২০০৫ সালের পর এখনো পর্যন্ত নিরাপত্তা জনিত কারণে পাকিস্তানে যায়নি ইংল্যান্ড। আগামী বছরের জানুয়ারিতে দেশটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে তাদের।
এর আগে চলতি বছর করোনা মহামারির মধ্যে ইংল্যান্ড সফরে যায় পাকিস্তান। যা বিপুল পরিমান আর্থিক ক্ষতি থেকে বাঁচায় ইসিবিকে।