এসিবির নতুন প্রধান নির্বাহী রহমতউল্লাহ কোরাইশি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সোমবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) রহমতউল্লাহ কুরাইশিকে নতুন প্রধান নির্বাহী (সিইও) হিসেবে নিয়োগ দিয়েছে। বোর্ডের সদস্যদের মূল্যায়নের ভিত্তিতে এই পদের জন্য আগ্রাহী প্রার্থীদের মধ্য থেকে রহমতউল্লাহকে বেছে নিয়েছে তারা।
এসিবির সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা লুৎফুল্লাহ স্টানিকজাইকে চুক্তির মেয়াদ দুই বছর বাকি থাকার আগেই এ বছরের জুলাই মাসে এই পদ থেকে অব্যাহতি দিয়েছিল আফগান ক্রিকেট বোর্ড। মূলত দল পরিচালনায় অব্যবস্থাপনা, দল আশানুরূপ পারফরম্যান্স করতে ব্যর্থ হওয়া এবং বোর্ড ম্যানেজারদের সঙ্গে খারাপ আচরণের মত গুরুতর অভিযোগের কারনেই তাকে বরখাস্ত করা হয়েছিল।

এর পর থেকেই অন্তবর্তীকালীন প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করে আসছিলেন নাজিম জার আব্দুল রহিমজাই। অবশেষে এবার পূর্ণকালীন দায়িত্বভার নিয়ে রহিমজাইয়ের স্থলাভিষিক্ত হলেন রহমতউল্লাহ কোরাইশি।
এসিবির সদর দফতরে একটি অনুষ্ঠানে সদ্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রহিমজাই আনুষ্ঠানিকভাবে রহমতউল্লাহকে এসিবির কর্মীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেই পরিচিতি পর্বের বক্তব্য দানকালে রহমতউল্লাহ বলেন, 'আমাদের লক্ষ্য হবে দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া এবং এটির বিকাশ ঘটানো। কারন ক্রিকেট আমাদের দেশবাসীকে আনন্দিত করে এবং তাদের মধ্যে প্রত্যাশার সঞ্চার ঘটায়।'
প্রধান নির্বাহী কর্মকর্তার পদ পাবার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছিলেন রহমতউল্লাহ। যুব ও কৈশোর উন্নয়ন, এমএন্ডই এবং প্রকল্প পরিচালনার ক্ষেত্রে বিশ্বব্যাংক এমনকি জাতিসংঘের মতো বিভিন্ন বহুজাতিক সংস্থার সঙ্গে ২৩ বছরেরও বেশি সময় ধরে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।
এছাড়াও তিনি বহু বৈশ্বিক সম্মেলন এবং যুব ও অর্থ-সামাজিক বিকাশের ফোরামগুলিতে আফগানিস্তানের প্রতিনিধিত্ব করেছিলেন।