প্রস্তুতি ম্যাচে আকবরের সেঞ্চুরি

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নতুন কোচ টবি রেডফোর্ডের অধীনে ক্যাম্পে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) হাই পারফরম্যন্স দলের ক্রিকেটাররা। এবার তারা প্রতিযোগীতামূলক ম্যাচের স্বাদ পাচ্ছেন।
সোমবার তারা দুই দলের ভাগ হয়ে দুই দিনের প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হয়েছেন। চা বিরতিতে আকবর আলীর দলের সংগ্রহ ৩ উইকেট হারিয়ে ২৩৬। মূলত শাহাদাত হোসেন দিপু এবং আকবরের জোড়া হাফ সেঞ্চুরিতেই এই সংগ্রহ সম্ভব হয়েছে।

চা বিরতির পর ৯৪ রান করে সাজঘরে ফেরেন দিপু। যদিও নিজের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর।
এর আগে তানজিদ হাসান তামিম ৩৫, মাহমুদুল হাসান জয় ৩০ এবং আফিফ হোসেন ১২ রান করে আউট হয়েছেন। শরিফুল ইসলাম একটি এবং রেজাউর রহমান ২টি উইকেট নিয়েছেন।
সংক্ষিপ্ত স্কোরঃ দল 'এ': ৬৬ ওভার ৩২২/৪ (তামিম ৩৫, জয় ৩০, আফিফ ১২, দিপু ৯৪, আকবর ১০০*)