পাকিস্তানের ক্রিকেটে আবারও জুয়াড়িদের হানা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ফিক্সিংয়ের ভূত যেন পিছুই ছাড়ছে না পাকিস্তান ক্রিকেটের। আন্তর্জাতিক ক্রিকেটে থাবা বসিয়ে এবারে ফিক্সারদের নজর পড়েছে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টি-টোয়েন্টি ক্রিকেট লিগে।
সম্প্রতি লিগের এক ক্রিকেটারকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন এক জুয়াড়ি। আর এটি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দুর্নীতি দমন বিভাগকে জানিয়েছেন ওই ক্রিকেটার। বিষয়টি নিশ্চিত করেছে পিসিবির দুর্নীতি দমন বিভাগের পরিচালক লেঃ কর্নেল আসিফ মাহমুদ (অব)।

সংবাদমাধ্যমে এক বিবৃতিতে আসিফ জানিয়েছেন, পিসিবির দুর্নীতি দমন বিভাগ ইতোমধ্যে তদন্ত চালিয়েছে। বিষয়টি তাদের কাছে জানানোয় ওই ক্রিকেটারকে ধন্যবাদ দিয়েছেন তিনি।
আসিফ বলেন, ‘পিসিবির দুর্নীতি দমন বিভাগের আইন অনুসরণ করে ফিক্সিংয়ের প্রস্তাব আমাদের কাছে তুলে ধরার জন্য তাকে ধন্যবাদ জানাই।’
জুয়াড়িদের কাছ থেকে প্রস্তাব পেয়ে পিসিবির কিংবা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন বিভাগকে (আকসু) না জানানোর কারণে দেড় বছরের নিষেধাজ্ঞায় আছেন উমর আকমল।
এর আগে এমন প্রস্তাব পেয়ে পিসিবি ও আকসুকে না জানিয়ে ফিক্সিংয়ে জড়িয়ে ছিলেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। সেই তালিকায় রয়েছেন সেলিম মালিক, মোহাম্মদ আমির ও দানিশ কানেরিয়া, নাসির জামশেদ, সালমান বাট ও মোহাম্মদ আসিফের মতো তারকা ক্রিকেটারদের নাম। নিষেধাজ্ঞা কাটিয়ে আমির ফিরলেও ফেরা হয়নি বাকিদের।