ধোনি-সাঙ্গাকারাকে ছাড়িয়ে আকমলের রেকর্ড

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইকেটরক্ষক হিসেবে মহেন্দ্র সিং ধোনির জুড়ি মেলা ভার। ফিনিশার হিসেবে সুনাম কুড়ানোর পাশপাশি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক হিসেবে। ৮২৯ ডিসমিসাল নিয়ে বিশ্বের সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় তিনে রয়েছেন ভারতের সাবেক এই উইকেটরক্ষক।
পারফরম্যান্সের দিক থেকে পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমল রয়েছেন ধোনি, অ্যাডাম গিলক্রিস্ট মার্ক বাউচার, কুমার সাঙ্গাকারার মতো তারকাদের চেয়ে ঢের পেছনে। তবে সম্প্রতি সবাইকে ছাড়িয়ে গিয়েছেন আকমল। গড়েছেন এক অনন্য কীর্তি।

টি-টোয়েন্টিতে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০ স্ট্যাম্পিং করেছেন পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ন্যাশনাল টি-টোয়েন্টির ফাইনালে মধ্য পাঞ্জাবের হয়ে খেলতে নেমে দক্ষিণ পাঞ্জাবের বিপক্ষে ৩৮ বছর বয়সী আকমল এই কৃতিত্ব অর্জন করেছেন।
পাকিস্তানের এই উইকেটরক্ষকের এমন কীর্তিতে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
এক টুইট বার্তায় তারা লিখেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে প্রথম উইকেটরক্ষক হিসেবে ১০০ স্টাম্পিং। এমন দুর্দান্ত অর্জনের জন্য আপনাকে অভিনন্দন কামরান আকমল!'
টি-টোয়েন্টি ক্রিকেটে ৮৪ স্টাম্পিং নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন ধোনি। ৬০ টি স্টাম্পিং করে তৃতীয় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। চারে দীনেশ কার্তিক (৫৯) এবং পাঁচে আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদ (৫২)।
যদিও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও শীর্ষে আছেন বিশ্বের অন্যতম সেরা উইকেটরক্ষক ধোনি। ৯৮ ম্যাচে ৩৪টি স্ট্যাম্পিং করে সবার উপরে তিনি। ৫৮ ম্যাচে ৩২ স্ট্যাম্পিং নিয়ে দুইয়ে আকমল, তিনে বাংলাদেশের মুশফিকুর রহিম (২৯), চারে শাহজাদ (২৮) এবং পাঁচে সাঙ্গাকারা (২০)।