ক্রিকেটে তিন দিন খেলেও কিভাবে ড্র হয়, প্রশ্ন গার্দিওলার

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুজন দুই মেরুর মানুষ। একজন ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান, অন্যজন ফুটবলের সেরা কোচদের একজন। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওয়ালা একসঙ্গে এসেছিলেন লাইভে।
সেখানেই ভারতীয় অধিনায়কের কাছ থেকে ক্রিকেট বুঝতে চাওয়ার আকাঙ্ক্ষার কথা জানিয়েছেন গার্দিওয়ালা। ইন্ডিয়ান সুপার লিগের (আইসিএল) দল মুম্বাই সিটি এফসির ৬৫ শতাংশ মালিকানা রয়েছে সিটি ফুটবল গ্রুপের কাছে। একই গ্রুপের ক্লাব ম্যানচেস্টার সিটি।

তাই সিটি ফুটবল গ্রুপের কাজে ভারতে আসার কথা রয়েছে গার্দিওয়ালার। এখানে এসেই কোহলির কাছ থেকে ক্রিকেট খেলা বুঝতে চান বলে জানিয়েছেন তিনি। তিন দিন খেলেও ড্র হয়, এমন খেলাকে সিটি কোচ বলছেন খুবই জটিল।
তিনি বলেন, 'আমি কখনো ভারতে যাইনি। মহামারি শেষ হলে হয়তো আমি যাবো। এবং যদি আমরা একসঙ্গে হই তুমি আমাকে ক্রিকেটের নিয়ম শেখাবে। এটা খুবই কঠিন জটিল ও কঠিন একটা খেলা।'
'আমি কাতালুনিয়াতে জন্ম নিয়েছি, যেখানে ক্রিকেট খেলা হয় না। কিন্তু ইংল্যান্ডে এটা খুবই গুরুত্বপূর্ণ খেলা। আমি টিভিতে মাঝেমধ্যে দেখি আমার কিছু বন্ধুও আছে যারা ক্রিকেট খেলে। তোমরা টানা তিন দিন খেলো, এরপরও এটা ড্র হয়। আমি এটা বুঝতে পারি না।' যোগ করেন গার্দিওয়ালা।
মাঠে দর্শক ছাড়া খেলাতেও মজা পাচ্ছেন না গার্দিওয়ালা। তিনি বলেন, 'সবকিছু ঠিকভাবে চলছে কিন্তু আমাদের দর্শকদের ফেরাতে হবে। এটা একেবারেই আলাদা খেলা, পুরো স্টেডিয়াম খালি। খারাপ মুহূর্ত নেই, ভালো মুহূর্তও নেই।'