নরকিয়া তখনো জানতেন না এত জোরে বল করছেন
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দ্রুতগতির বোলার হিসেবে অ্যানরিক নরকিয়া ইতোমধ্যেই বেশ সুনাম কুড়িয়েছেন। তবে কতটা? সেটা যেন তিনি দেখালেন বুধবার (১৪ অক্টোবর) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে।
দিল্লি ক্যাপিটালসের হয়ে রাজস্থান ইনিংসের তৃতীয় ওভারে বল করতে আসেন তিনি। ওভারের পঞ্চম বলটি করেন ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে। যা আইপিএল ইতিহাসের সবচেয়ে দ্রুতগতির বল।
যদিও ওই বলে চার হাঁকান জশ বাটলার। তারপরের বলেই আবার ইংলিশ ব্যাটসম্যানকে আউট করেন নরকিয়া। ওই সময় তিনি জানতেন না দ্রুতগতির বল করার রেকর্ড করে ফেলেছেন।

ম্যাচশেষে এ নিয়ে তিনি বলেন, ‘আমি পরে শুনেছি। তখনো ওই ব্যাপারে জানতাম না। আমি গতি ওই পর্যায়ে নেয়ার জন্য খুবই কষ্ট করেছি। দুই পা ও সামনের হাত ব্যবহার করেছি। আপনার ওই আচরণটা দরকার গতিতে বল করার জন্য কিন্তু ঠিক জায়গাতেও বলটা করতে হবে।’
রাজস্থান ইনিংসের তৃতীয় ওভারে নরকিয়া-বাটলারের লড়াইটা বেশ জমেছিল। ওভারের শুরু থেকেই বেশ গতিতেই বল করছিলেন নরকিয়া। বাটলারও খেলছিলেন হাত খুলে। ওভারের প্রথম বলে ছক্কা এবং চতুর্থ ও পঞ্চম বলে বাটলার টানা দুই চার হাঁকান রাজস্থানের এই ওপেনার।
পর পর দুই বলে চার খেলেও একই গতি এবং একই লাইনে বল করে যান নরকিয়া। শেষ বলে খুঁজে পান সাফল্যও। দুর্দান্ত এক ডেলিভারিতে বাটলারকে বোল্ড করেন তিনি। বাটলারের সঙ্গে এই লড়াইটা উপভোগ করেছেন নরকিয়া।
তিনি বলেন, ‘বাটলারের সঙ্গে লড়াইটা মজার ছিল। আমি জানতাম সে স্কুপ শট খেলে কিন্তু প্রথমটা খেলার পর আমি একটু চমকে গিয়েছিলাম। আমি ভাবিনি সে আবারও এটা করবে। কিন্তু সে পরের বলে আবারও একই শট খেলে।'
'সে খুব ভালো খেলছিল কিন্তু আমি নিজের শক্তির জায়গাতেই ছিলাম। আমি উইকেটটা কাজে লাগিয়ে কিছু ভ্যারিয়েশন পাওয়ার চেষ্টা করেছি।’
শেষ পর্যন্ত ম্যাচ জয় পেয়েছেন নরকিয়ারাই। তাদের দেয়া ১৬২ রানের লক্ষ্য খেলতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রান করে রাজস্থান। দিল্লি ক্যাপিটালস জয় পায় ১৩ রানের ব্যবধানে।