নরকিয়ার রেকর্ড গড়া বোলিংয়ের প্রশংসায় ব্রেট লি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
রাজস্থান রয়্যালসের বিপক্ষে দ্রুতগতির বল করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) রেকর্ড বুকে নাম তুললেন অ্যানরিক নরকিয়া। বুধবার রাজস্থানের ওপেনার জশ বাটলারকে করা ১৫৬.২ কি.মি গতির বলটি করে নিজের রেকর্ডকেই ভাঙলেন এই প্রোটিয়া পেসার।
নরকিয়ার সেই রেকর্ড গড়া ডেলিভারিতে গতি ব্যবহার করে চার মারেন বাটলার। পরের বলটি ১৫৫.১ কি.মি গতিতে ছাড়েন তিনি। কিন্তু এবার গতির কাছে পরাস্থ হয়ে বোল্ড হয়ে ফিরে যান বাটলার।

ডানহাতি এই পেসারের এমন দ্রুতগতির বোলিংয়ের পর তাঁর ভূয়সী প্রশংসা করেছেন সাবেক অস্ট্রেলিয়ান পেসার লি। এক টুইট বার্তায় এই স্পিড স্টার লেখেন, ‘সত্যিই, নরকিয়ার এটি দারুণ ডেলিভারি।’
রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে এদিন ৪ ওভারের ৩৩ রান খরচে ২টি উইকেট নিয়েছেন নরকিয়া। বাটলারকে বোল্ড করার পাশাপাশি রবিন উথাপ্পাকেও ফিরিয়েছেন তিনি। বোলারদের কল্যাণে ১৩ উইকেটের জয় পায় তার দল।
ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টে এর আগে সবচেয়ে দ্রুতগতির বল করেছিলেন ডেল স্টেইন। ঘন্টায় ১৫৪.৪০ কি.মি গতিতে বল ছেড়েছিলেন দক্ষিণ আফ্রিকার এই পেসার।
আইপিএলের ইতিহাসে সবচেয়ে দ্রুতগতির ডেলিভারি:
অ্যানরিক নরকিয়া – ১৫৬.২ কি.মি ঘন্টায়
অ্যানরিক নরকিয়া – ১৫৪.৮ কি.মি ঘন্টায়
ডেল স্টেইন – ১৫৪.৪ কি.মি ঘন্টায়
অ্যানরিক নরকিয়া – ১৫৪ কি.মি ঘন্টায়
কাগিসো রাবাদা – ১৫৩.৯ কি.মি ঘন্টায়