বোলারদের 'ব্রেইন' ব্যবহারের পরামর্শ ওয়ার্নের

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
লেগ স্পিন যদি একটা শিল্প হয়- শেন ওয়ার্ন নিশ্চিতভাবেই সেটার সবচেয়ে বড় শিল্পী। তার মায়াবী লেগ স্পিনের জালে বিদ্ধ হয়েছেন বিশ্বের বড় বড় সব ব্যাটসম্যান। সাদা পোশাকের ক্রিকেটে ১৪৫ ম্যাচে ৭০৮ উইকেটের মালিক তিনি।
২০০৬ সালে ক্রিকেটকে বিদায় জানান কিংবদন্তি এই স্পিনার। ক্রিকেট থেকে অবসর নেবার পর সাবেক এই ক্রিকেটার বর্তমানে যুক্ত আছেন ধারাভাষ্য ও কোচিংয়ের সঙ্গে। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের মেন্টর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। আর তাই টুর্নামেন্টের বোলারদের জন্য বেশ কিছু পরামর্শ দিয়েছেন ওয়ার্ন।

বর্তমান প্রজন্মের বোলাররা কম্পিউটার ও কোচিং স্টাফদের ওপর বেশি নির্ভরশীল বলে মনে করেন ওয়ার্ন। এটা থেকে বেরিয়ে নিজের মাথা ব্যবহার করার পরামর্শ সাবেক এই অজি স্পিনারের।
তিনি বলেন, 'আমার মনে হয় বেশির ভাগ তরুণ ক্রিকেটারই কোচ তাদের কি বলছে তার উপর নির্ভরশীল। কোন ব্যাটসম্যানকে কিভাবে আউট করা যাবে এই বিষয়ে কম্পিউটার কি বিশ্লেষণ করে সেটার ওপর নির্ভর করে।'
'আমার মতে এসব ধারণা রাখা ভালো। কিন্তু তবুও আপনার মাথাটা খাটানো উচিত। আমাকে যদি তরুণদের কোনো পরামর্শ দিতে হয়, সেটা হচ্ছে ব্যাটসম্যানদের দেখো এবং নিজে তার দুর্বলতা খুঁজে বের করো।'
বর্তমানে টি-টোয়েন্টির এই যুগে খেলাটা হয়ে যাচ্ছে ব্যাটসম্যানদের ওপর বেশি নির্ভরশীল। বোলারদের টিকে থাকতে করতে হচ্ছে নানা সংগ্রাম। ওয়ার্ন বোলারদের পরামর্শ দিয়েছেন এই বিষয়েও।
তিনি বলেন, 'তরুণ ক্রিকেটারদের জন্য এখন সবচেয়ে কঠিন ব্যাপার হচ্ছে, যখন আমরা তাদেরকে বোলিং শেখাচ্ছি তখন তাদেরকে একই জায়গায় ওভারের পর ওভার বল করতে বলছি। এখন টি-টোয়েন্টি ক্রিকেটে একই জায়গায় আপনি দুইটা বলও করতে পারবেন না। আপনাকে এক ওভারে ছয় ধরণের বল করতে হবে।'