হায়দরাবাদকে হারিয়ে জয়ে ফিরলো চেন্নাই

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদকে ২০ রানে হারিয়ে টানা দুই ম্যাচ পর জয়ের দেখা পেল চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের ছুড়ে দেয়া ১৬৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৭ রানে থামে হায়দরাবাদের ইনিংস।
চেন্নাইয়ের করা ১৬৭ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভালো করতে পারেনি ওয়ার্নারের হায়দরাবাদ। দলীয় ২৭ রানেই সাজঘরে ফিরে যান ডেভিড ওয়ার্নার এবং মানিশ পান্ডে।
এরপর বেয়ারস্টোকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেবার কাজ শুরু করেন কেন উইলিয়ামসন। সঙ্গীরা একে একে ব্যার্থ হয়ে ফিরে গেলেও উইকেট আকড়ে ধরে বসে থেকে তুলে নেন ব্যক্তিগত অর্ধশতক।

কিন্তু দলীয় ১২৬ রানে তাকেও ফিরে যেতে হয়। কার্ন শর্মার শিকার হয়ে মাঠ ছাড়তে হয় এই কিউই ব্যাটসম্যানকে। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৪৭ করতে সক্ষম হয় হায়দরাবাদ। আর চেন্নাই পায় ২০ রানের দুর্দান্ত এক জয়।
এদিকে দিনের শুরুতে টস জিতে ব্যাট করতে নেমে চেন্নাই শুরুতে সন্দ্বীপ শর্মার বলে ফাফ ডু প্লেসিসকে (০) হারালেও স্যাম কুরানের লড়াইয়ে এগিয়ে যাচ্ছিলো কলকাতা। কিন্তু ২১ বলে ৩১ রান করে তিনিও সন্দ্বীপেরই শিকার হয়ে মাঠ ছাড়েন। তাতেই ৩৫ রানে ২ উইকেট হারায় ধোনির দল।
সেখান থেকে ইনিংস মেরামতের কাজ হাতে নেন শেন ওয়াটসন। সঙ্গে নেন আম্বাতি রাইড়ুকে। রাইড়ু ৩৪ বলে ৪১ করে যখন ফিরেছেন, চেন্নাইয়ের সংগ্রহ তখন ৩ উইকেটে ১১৬ রান। পরের ওভারে ওয়াটসনও (৩৮ বলে ৪২) সাজঘরের পথ ধরেন।
শেষদিকে নেমে ছোট্ট ঝড়ে কাজের কাজ করে দিয়েছেন ধোনি-জাদেজা। ১৩ বলে ২১ রান করে আউট হন ধোনি। আর ১০ বলে ২৫ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন জাদেজা।
সংক্ষিপ্ত স্কোর:
চেন্নাই সুপার কিংস: ১৬৭/৬ (২০ ওভার)
(ওয়াটসন ৪২, রাইড়ু ৪১; সন্দ্বীপ ২/১৯, নাটারঞ্জন ২/৪১)
সানরাইজার্স হায়দরাবাদ: ১৪৭/৮
(উইলিয়ামসন ৫৭, বেয়ারস্টো ২৩; ব্রাভো ২/২৫, শার্মা ২/৩৭)