এলপিএলে ভারতের ক্রিকেটার!
ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নানা অনিশ্চয়তা পাশ কাটিয়ে শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে লঙ্কান প্রিমিয়ার লিগের (এলপিএল) সূচি। ভিন্ন পাঁচটি ভেন্যুতে চলতি বছরের ২১ নভেম্বর মাঠে গড়াবে টুর্নামেন্টটি। যার সব সত্ত্ব কিনে নিয়েছে দুবাই ভিত্তিক প্রতিষ্ঠান ইনোভেটিভ প্রোডাকশন গ্রুপ (আইপিজে)।
ফ্র্যাঞ্চাইজি যোগাড় করা, বিশ্বজুড়ে ব্রডকাস্টিং এবং মিডিয়া সত্ত্ব সবকিছুই হবে তাদের তত্ত্বাবধানে। সত্ত্ব কিনে নেয়ার পর চমকপ্রদ তথ্য দিয়েছেন আইপিজের সিইও আনিল মোহান।
এবারের এলপিএলে দেখা যেতে পারে বেশ কয়েকজন সাবেক ভারতীয় ক্রিকেটারকে। সম্প্রতি সংবাদসংস্থা এএনআইকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানান মোহান।

অনিল বলেন, 'আমি এখনই বিস্তারিত কিছু বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, বিসিসিআইয়ের অনুমতি পেলে সদ্য অবসর নেয়া কিছু ভারতীয় ক্রিকেটারকে নিলামে দেখা যেতে পারে।'
'এলপিএল নিয়ে দর্শক ও মিডিয়ার আগ্রহটা স্পষ্ট। শুধু শ্রীলঙ্কাই না পুরো দক্ষিণ এশিয়া এবং প্রতিবেশী দেশগুলোতেও এলপিএল নিয়ে অনেক প্রত্যাশা।'
করোনার কারণে বিশ্বের বেশির ভাগ খেলাই হয়ে গেছে স্থগিত। যদিও ধীরে ধীরে ক্রিকেট মাঠে ফিরতে শুরু করেছে। ইতোমধ্যেই স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) মাঠে গড়িয়েছে। যা নিয়ে দেখা যাচ্ছে দর্শকদের তুমুল আগ্রহ।
আইপিএলের নিয়ে এমন আগ্রহই এলপিএল মাঠে গড়ানোয় আশাবাদী করছে অনিলকে।
তিনি বলেন, '৯০ শতাংশের বেশি খেলাই বিশ্বজুড়ে স্থগিত হয়ে গেছে করোনার কারণে। সবাই এখন সরাসরি খেলা দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছে। মাঠে দর্শক না থাকলেও টিভি ও ডিজিটাল মাধ্যমে প্রচুর দর্শক খেলা দেখে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচে প্রায় ২০ কোটি মানুষ দেখেছে।'