পাকিস্তান সফরের জিম্বাবুয়ে দল ঘোষণা

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ফিউচার ট্যুর প্ল্যান অনুযায়ী (এফটিপি) চলতি মাসের শেষ দিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা রয়েছে জিম্বাবুয়ের। আসন্ন এই সফরকে সামনে রেখে ২০ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)।
পেস বোলিং অলরাউন্ডার চামু চিবাবাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে জেডসি। যেখানে দীর্ঘদিন ধরে পরে দলে জায়গা পেয়েছেন কাউন্টি ক্রিকেটের কোলপাক চুক্তি থেকে মুক্ত হয়ে আসা ২৪ বছর বয়সী পেসার ব্লেসিং মুজারবানি।
প্রথমবারের মতো দলে জায়গা পেয়েছেন সৌদি বংশোদ্ভূত অলরাউন্ডার ফারাজ আকরাম ও মিল্টন শুমবা। ২০১৭ সালে জিম্বাবুয়ের প্রথম শ্রেণির ক্রিকেটে রাাইজিং স্টারসের হয়ে অভিষেক হওয়ার ৩ বছর পর দলে জায়গা পেলেন।

প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে করেছেন ২৯১ রান আর লিস্ট 'এ' তে ৯ ম্যাচ খেলে করেছেন ২০২ রান। ব্যাট হাতে খুব বেশি সফল না হলেও বল হাতে বেশ সফল ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। প্রথম শ্রেণির ক্রিকেটে নিয়েছেন ২৯ উইকেট।
এছাড়াও দলে রয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রেন্ডন টেইলর, স্পিন অলরাউন্ডার সিকান্দার রাজা ও পেস বোলিং অলরাউন্ডার এল্টন চিগাম্বুরার মতো অভিজ্ঞরা। তবে দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার কাইল জার্ভিসের।
৩০ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এরপর ৭ নভেম্বর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। যা শেষ হবে ১০ নভেম্বরে।
পাকিস্তান সফরে জিম্বাবুয়ের ২০ সদস্যের স্কোয়াড :
চামু চিবাবা (অধিনায়ক), ফারাজ আকরাম, রায়ান বার্ল, ব্রায়ান চ্যারি, টেন্ডাই চাতারা, এল্টন চিগাম্বুরা, টেন্ডাই চিসোরো, ক্রেইগ এরভিন, টিনাশে কামুনহাকাম্বে, ওয়েসলি ম্যাধভেরে, ওয়েলিংটন মাসাকাদজা, কার্ল মুম্বা, রিচমন্ড মুতম্বামি, ব্লেসিং মুজারবানি , মিল্টন শুম্বা, ব্রেন্ডন টেইলর, ডোনাল্ড ত্রিপানো এবং শন উইলিয়ামস।