জীবন কিভাবে উপভোগ করতে হয়, দেখালেন গেইল

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
জীবন কীভাবে উপভোগ করতে হয়? এই প্রশ্নের উত্তর যদি আপনার মনে না আসে। যদি বিষণ্নতায় ডুবে থাকেন। তাহলে ক্রিস গেইলের ফেসবুক পেজে একটু ঘুরে আসতে পারেন। যেখানে জীবন উপভোগের মন্ত্র শেখাচ্ছেন এই ক্যারিবীয় ব্যাটিং দানব।
সময়টা তার একেবারেই ভালো যাচ্ছে না। টানা ব্যর্থতায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে তার দল কিংস ইলেভেন পাঞ্জাব অবস্থান করছে পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে। তার চেয়েও বড় কথা এবারের আসরে একটা ম্যাচেও মাঠে নামা হয়নি গেইলের।

মাঠের জীবনে তো বটেই, মাঠের বাইরের জীবনেও যেন দুভোর্গের শেষ নেই তার। যখন কথা উঠেছিল গেইলের পাঞ্জাব একাদশে ফেরার, তখনই পেটের পীড়া নিয়ে তাকে ভর্তি হতে হয়েছে হাসপাতালে।
কিন্তু তিনি তো গেইল। তাই হাসপাতালের বিছানায় শুয়েই উপভোগ করছেন জীবনটাকে।
দুই চোখে শসা। এক হাতে পানির গ্লাস। মুখে গাজর আর এক কানে হেডফোন। আর অন্য কানে ধরে আছেন টেলিফোন। এ যেন বিন্দাস জীবন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাহারি ক্যাপশনে ওই ছবি পোস্টও করেছেন তিনি।
গেইল লিখেছেন, ‘আমি আপনাদের বলতে চাই। আমি লড়াই ছাড়া কখনো শেষ হতে দিতে চাই না কিছু। আমি ইউনিভার্স বস-যেটা কখনো বদলাবে না। তোমরা আমার কাছ থেকে শিখতে পারবে। কিন্তু এটা তেমন কিছু না যেটা ফলো করা উচিত।'
'আমার স্টাইল ভুলে গেলেও চলবে না। আমাকে নিয়ে আপনাদের উদ্বেগের জন্য ধন্যবাদ। (আমি সত্যিই ফোন কলে ছিলাম)।'