বায়োপিকে মুরালিধরণের চরিত্রে সেতুপতি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
শ্রীলঙ্কান সাবেক তারকা খেলোয়াড় মুত্তিয়া মুরালিধরণের জীবনী নিয়ে বানানো হচ্ছে বায়োপিক। কিংবদন্তি এই ক্রিকেটারের বায়োপিক নির্মাণ করছেন পরিচালক এমএস ভূপতি। আর মুরালির চরিত্রে অভিনয় করছেন তামিল অভিনেতা বিজয় সেতুপতি।
বায়োপিকের নাম ঠিক করা হয়েছে ‘৮০০’। মুরালিধরণ০ টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র ৮০০ উইকেট শিকারি বোলার হবার কারণেই নির্মাণাধীন চলচিত্রটির এমন নামকরণ করেছেন পরিচালক ভূপতি।

জানা গেছে বায়োপিকটিতে বিজয় সেতুপতির বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন রাজিশা বিজয়ন। চলচিত্রে ফুটিয়ে তোলা হয়েছে মুরালিধরণের সংগ্রামী জীবনযাপন এবং ক্রিকেটার হিসেবে উঠে আসার ঘটনাবলী।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্যানুযায়ী ইতোমধ্যে মুরালিধরণের কাছ থেকে ক্রিকেটীয় জ্ঞান নেয়া শুরু করছেন সেতুপাতি। ওজন কমানোর পাশাপাশি কিংবদন্তি এই ক্রিকেটারের কাছ থেকে বোলিংটাও রপ্ত করছেন এই অভিনেতা।
২০১১ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন মুত্তিয়া মুরালিধরণ। ক্রিকেট ইতিহাসে এখন পর্যন্ত টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকারির খেতাবটা নিজের করে রেখেছেন এই বাঁহাতি স্পিনার।
১৯৯২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষিক্ত হওয়া মুরালি অবসরের আগ পর্যন্ত খেলেন ১৩৩টি টেস্ট, ৩৫০টি ওয়ানডে এবং ১২টি টি-টোয়েন্টি। টেস্ট ক্রিকেটে ২.৪৭ ইকোনমি রেটে ঝুলিতে পুরেছেন ৮০০ উইকেট, ওয়ানডেতে ৫৩৪ এবং টি-টোয়েন্টিতে বাগিয়েছেন ১২টি উইকেট।