ধোনির আগে ব্যাটিংয়ে নেমে অবাক হয়েছিলেন কারান

ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএলের উদ্বোধনী ম্যাচে মহেন্দ্র সিং ধোনির আগে ব্যাটিং করতে নেমে রীতিমতো তাক লাগিয়ে দেন স্যাম কারান। ইংল্যান্ডের এই তরুণ অলরাউন্ডার ছয় বলে একটি চার ও দুটি ছক্কায় করেন ১৮ রান। তাঁর ক্যামিওতে মুম্বাই ইন্ডিয়ান্সকে চার বল হাতে রেখেই হারিয়ে দেয় চেন্নাই সুপার কিংস। ম্যাচের পর কারান জানান, ধোনির আগে ব্যাটিংয়ে নেমে খুব অবাক হয়েছিলেন তিনি।
আবুদাবিতে চোখ ছিল পুরো ক্রিকেট বিশ্বের। কেননা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেয়া ধোনি লম্বা সময় পর মাঠে ফিরেছেন। মুম্বাইয়ের ছুঁড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৪ রানে চতুর্থ উইকেট হারায় চেন্নাই।

আশা করা হচ্ছিলো, তখনই মাঠে নামবেন ধোনি। চিরায়িত ফিনিশিং তিনিই দেবেন। তবে সবাইকে অবাক করে দিয়ে নামেন কারান।
ম্যাচ শেষে তিনি বলেন, 'সত্যি কথা বলতে আমি খুবই অবাক হয়েছি, জাদেজা আউট হওয়ার পর ধোনির আগে যখন আমি নেমেছি। রীতিমতো ধাক্কা খেয়েছি। তবে সেখানে অবশ্যই পরিকল্পনা ছিল। ধোনি একজন জিনিয়াস।'
জাসপ্রিত বুমরাহর বলে আইপিএলে অভিষিক্ত কারান ফিরে গেলে মাঠে নামেন ধোনি। সেই ইংল্যান্ড বিশ্বকাপের পর মাঠে নেমে দুই বল খেলে শুন্য রানে অপরাজিত থাকেন তিনি। আম্বাতি রাইডুর ৭১ ও ফাফ দু প্লেসির অপরাজিত ৫৮ রানে পাঁচ উইকেটে জয় পেয়ে যায় চেন্নাই।
কারানকে আগে নামানোর ব্যাপারে ধোনি বলেন, 'ম্যাচের এক মুহূর্তে আমাদের মনে হয়েছে যে জাদেজা এবং কারানের মতো কাউকে ব্যাটিংয়ে নামাই এবং তাদের খেলার সুযোগ করে দেই। তাদের তখনও দুই স্পিনারের বল বাকি ছিল।
আমরা বোলারকে কিছুটা দ্বিধায় ফেলার চেষ্টা করেছিলাম। ব্যাটসম্যান যদি তখন একটা বা দুটি ছক্কা হাকায় তাহলেই তার জন্য কাজটা সহজ হয়ে যায়।'