কোহলির শততম হাফ সেঞ্চুরির দিনে বেঙ্গালুরুর বড় জয়

হাফ সেঞ্চিরির পথে কোহলির একটি শট, আইপিএল

এদিন টি-টোয়েন্টিতে নিজের শততম হাফ সেঞ্চুরিটি তুলে নিয়েছেন কোহলি। বিশেষ এই মাইলফলকের দিনে দলের জয়েও বড় অবদান রেখেছেন এই ব্যাটার। খেলেছেন ৪৫ বলে অপরাজিত ৬২ রানের ইনিংস। আইপিএলে এটি কোহলির ৬৬তম হাফ সেঞ্চুরিও।
৩ বছর পর বেঙ্গালুরুর নেতৃত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন কোহলি
6 May 25
মাঝারি লক্ষ্যে খেলতে নেমে বেঙ্গালুরুকে দারুণ শুরু এনে দেন ফিল সল্ট ও কোহলি। দুজনে ওপেনিং জুটিতেই যোগ করেন ৯২ রান। আর তাতেই বড় জয়ের ভিত পেয়ে যায় দলটি। সল্ট শুরু থেকেই খেলেছেন আক্রমণাত্মক।
৩৩ বলে তার ব্যাট থেকে আসে ৬৫ রান। এদিন সল্ট মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে ইনিংস আরও বড় করতে পারেননি। বাকি সময়টা ছিল কোহলি ও দেবদূত পাডিকালময়। এই দুজনে অবিচ্ছিন্ন ৮৩ রানের জুটি গড়ে বেঙ্গালুরুকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এই ম্যাচে টসে হেরে ব্যাট করতে নেমে বেশ ভালোই শুরু এনে দেন সাঞ্জু স্যামসন ও ইয়াসভি জয়সাওয়াল। দুজনে মিলে যোগ করেন ৪৯ রান। স্যামসন আউট হয়েছেন ১৫ রান করে। দ্বিতীয় উইকেটে রিয়ান পরাগকে নিয়ে ৫৬ রান যোগ করেন জয়সাওয়াল।
বাংলাদেশ সফরের সময় হতে পারে আইপিএল, সিরিজ বাতিলের খবর নেই বিসিবির কাছে
3 hrs ago
ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি পরাগ। তিনি আউট হয়েছেন ২২ বলে ৩০ রান করে। অন্যপ্রান্ত আগলে রেখে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন জয়সাওয়াল। তবে শেষ পর্যন্ত টিকতে পারেননি তিনি।
৪৭ বলে ৭৫ রান করা এই ওপেনার আউট হয়েছেন জস হ্যাজেলউডের বলে এলবিডব্লিউ হয়ে। অবশ্য ধ্রুব জুরেল ২৩ বলে ৩৫ রানের অপরাজিত ইনিংস খেলে রাজস্থানকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
শেষদিকে শিমরন হেটমায়ার ৯ রান করে আউট হলেও ৪ রান করে অপরাজিত ছিলেন নীতিশ রানা। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার, ইয়াস দয়াল, হ্যাজেলউড ও ক্রুনাল পান্ডিয়া।