উইলিয়ামসনের ফর্ম দেখে সাউদির উচ্ছ্বাস

অনুশীলনে কেন উইলিয়ামসন

ফিরেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে সিরিজে প্রথম ম্যাচেই উইলিয়ামসন তুলে নিয়েছিলেন হাফ সেঞ্চুরি। তবে ৫৮ রানের ইনিংস খেলতে ৮৯ বল মোকাবিলা করেছিলেন। পরের ম্যাচেই নিজের জাত চেনান উইলিয়ামসন।
উইলিয়ামসনের ফ্যাব ফাইভে গিল-জয়সাওয়াল
18 Apr 25
খেলেন ১১৩ বলে ১৩৩ রানের অপরাজিত ইনিংস। দুই ম্যাচেই নিউজিল্যান্ড জয় তুলে নিয়ে ফাইনালে জায়গা করে নেয়। ফাইনালে উইলিয়ামসনের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এমন পারফরম্যান্সের পর উইলিয়ামসনকে প্রশংসায় ভাসিয়েছেন সাবেক কিউই পেসার টিম সাউদি।
আইসিসির সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'কেন (উইলিয়ামসন) ভালো ফর্মে আছে। তাকে রান করতে দেখে ভালো লাগছে। সে অসাধারণমানের ক্রিকেটার। গত কয়েক বছর ধরে সে খুব বেশি ওয়ানডে খেলেনি। তবে ফিরেই দুটি ম্যাচে দলের জন্য অবদান রেখেছে।'

উইলিয়ামসনের এই ফর্মকে অবশ্য স্বাভাবিকভাবেই দেখছেন সাউদি। নিউজিল্যান্ড দলের ভক্ত হিসেবেও উইলিয়াসনের ব্যাটে রান দেখা আনন্দের ব্যাপার বলে মনে করেন সাবেক এই কিউই পেসার। উইলিয়ামসন সবসময় খেলাটাকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসেন বলেও ধারণা সাবেক এই পেসারের।
ইংল্যান্ডের পেস বোলিং কোচ হচ্ছেন সাউদি
1 May 25
সাউদি বলেন, 'এটা দেখা আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার। তবে ব্ল্যাক ক্যাপসদের ভক্ত হিসেবেও এটা আমার জন্য আনন্দের। যখন সে মিডল অর্ডারে ব্যাট করে, তার যে অভিজ্ঞতা আছে এবং সে যেভাবে খেলে তখন মনে হয় সে সবসময় খেলাটার নিয়ন্ত্রণে রাখে।'
উইলিয়ামসন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ফর্ম ধরে রাখবে বলে আশাবাদী সাউদি। আগামী ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে ক্যারিবীয়রা। তাদের গ্রুপে পাকিস্তান ছাড়াও রয়েছে ভারত ও বাংলাদেশ। সেমি ফাইনালে যেতে গ্রুপ পর্বে দুই ম্যাচে জিততেই হবে নিউজিল্যান্ডকে।