ইনজুরিতে তামিম

ছবি:

নিদাহাস ট্রফি শেষ হতে না হতেই পিএসএলের এলিমিনেটর খেলতে পাকিস্তান পাড়ি দিয়েছিলেন তামিম ইকবাল। কোয়েটার বিপক্ষে এলিমিনেটর ম্যাচে দলের জয়ে ব্যাট হাতে অবদান রেখেছিলেন তিনি।
পাঁচ বাউন্ডারিতে ২৭ রান করে দ্বিতীয় সর্বোচ্চ স্কোর গড়েন তামিম। কিন্তু পিএসএলে করাচীর বিপক্ষে এলিমিনেটর ম্যাচে খেলতে পারবেন না তামিম। হাঁটুর ইনজুরির কারনে বুধবার রাতের ম্যাচটিতে তামিমকে হিসেবের বাইরে রাখা হচ্ছে।

তামিম ইকবাল তার হাঁটুর ইনজুরি সমস্যা সমাধানে ব্যাংকক যাবেন। সমস্যা গুরুতর না হলে পিএসএলের ফাইনাল ম্যাচ খেলতে দলের সাথে যোগ দিবেন তিনি, যার জন্য এলিমিনেটরে করাচীর বিপক্ষে জিততে হবে পেশোয়ারকে।
তামিম এখন পর্যন্ত পিএসএলে ছয় ম্যাচ খেলেছেন। তার ব্যাট থেকে ৩২ গড়ে ১৬১ রান এসেছে। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ৩৯ রানের ইনিংসটি এবারের আসরে তামিমের সর্বোচ্চ স্কোর।