আফগান অঘটনের শিকার ওয়েস্ট ইন্ডিজ

ছবি:

বিশ্বকাপের বাছাই পর্বে একের পর এক অঘটন ঘটেই চলছে। অনেকটা ভাগ্যের জোরে টুর্নামেন্টের সেরা ছয়ে জায়গা করে নেয়া আফগানিস্তানের কাছেই দাপট দেখানো ওয়েস্ট ইন্ডিজকে হারতে হয়েছে। হারারেতে টান টান উত্তেজনার ম্যাচে শেষ পর্যন্ত তিন উইকেটে জিতেছে আফগানিস্তান।
উইন্ডিজদের দেয়া ১৯৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের রানে জিতেছে রাশিদ খানের দল। টপ অর্ডারে রহমত শাহ ৬৮ রানের ইনিংস খেলে সহজ জয়ের ভিত গড়ে দিলেও উইন্ডিজরা কাজ সহজ হতে দেয় নি।
নিয়মিত উইকেট নিয়ে পথ কঠিন করেছে হোল্ডার ও কিমো পোলরা। কিন্তু লোয়ার অর্ডারে ব্যাটসম্যানদের চোয়াল শক্ত করা লড়াইয়ে রক্ষা পায় আফগানরা। মোহাম্মদ নবীর ত্রিশ ছাড়ানো স্কোরের পর নাজিবুল্লাহ, গুলবাদিন নাইবের পর রাশিদ খানদের ছোট ছোট স্কোর আফগানিস্তানকে বাঁচিয়েছে।

বল হাতে উইন্ডিজদের হয়ে চেস্টা করেছেন কাপ্তান জেসন হোল্ডার। তিন উইকেট নিয়েছেন তিনি। কিমো পোলের দুই উইকেটের সাথে নার্স ও মিলার একটি করে উইকেট নিয়েছেন। কিন্তু স্কোর বোর্ডে কম রান থাকায় ভালো বোলিং করেও জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ।
আগে ব্যাট করে আফগান স্পিনে পরাস্ত হয়েছে বেশিরভাগ উইন্ডিজ ব্যাটসম্যান। গেইল শুরুতেই ১ রানে বিদায় নেয়ার পর লুইস, হেটমায়ার ও স্যামুয়েলসরা উইকেটে জমে গিয়েও ইনিংস লম্বা করতে পারেনি। শাই হোপের ব্যাট থেকে সর্বোচ্চ ৪৩ রান এসেছে।
অসময়ে উইকেট হারিয়ে ৫০ ওভারে ৮ উইকেট খরচায় ১৯৭ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। আফগানের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন তরুন অফ স্পিনার মুজিব উর রহমান। ১০ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তিন উইকেট নিয়েছেন এই তরুন। নবী ও রাশিদ খানরাও উইকেটের দেখা পেয়েছেন। বোলিং পারফর্মেন্স দিয়ে ম্যাচ সেরা হয়েছেন মুজিব।