সাব্বিরের দুর্দান্ত ক্যাচে ফিরলেন চান্দিমাল

ছবি:

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নিদাহাস ট্রফিতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ ও স্বাগতিক শ্রীলংকা। বাংলাদেশ সময় রাত ৭.৩০ মিনিটে শুরু হওয়া ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা দারুন করেন দুই লঙ্কান ওপেনার ধানুশকা গুনাথিলাকা এবং কুশল মেন্ডিস। ৪ ওভারের মধ্যে দলকে ৫০ রানের পুঁজি এনে দেন এই দুই ওপেনার। কিন্তু পঞ্চম ওভারে বোলিংয়ে এসেই টাইগারদের ব্রেকথ্রু এনে দেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান।
১৯ বলে ২৬ রান করা গুনাথিলাকাকে বোল্ড আউট করেন এই পেসার। এরপর ব্যাট করতে নেমে দারুন ব্যাটিং করে দলকে ১০০ রানের পুঁজি এনে দেন কুশল মেন্ডিস এবং কুশল পেরেরা।

সঙ্গে ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস। তবে ফিফটি হাঁকানোরর পর ব্যাক্তিগত ৫৭ রানে মাহমুদুল্লাহ রিয়াদকে ছক্কা হাঁকাতে গিয়ে সাব্বির রহমানের হাতে ক্যাচ তুলে দেন তিনি। একই ওভারে আবার দাসুন শাকানাকে শুন্য রানে বিদায় করেন টাইগার কাপ্তান।
এরপর অবশ্য ফিফটি তুলে নেন কুশল পেরেরা। তবে মাত্র রানে তাসকিন আহমেদের বলে সাব্বির রহমানের দুর্দান্ত ক্যাচে সাজঘরে ফেরেন লঙ্কান দলপতি। ১৫ ওভার শেষে তাদের স্কোর ১৫ রান ১৫০ রান ৩ উইকেট হারিয়ে।
উপুল থারাঙ্গা, ধানুস্কা গুনাথিলাকা, কুসাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুসাল পেরেরা, দাসুন শানাকা, থিসেরা পেরেরা, জীবন মেন্ডিস, আকিলা ধনঞ্জয়া, দুশমন্ত চামিরা, নুয়ান প্রদীপ।
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।