লজ্জার অর্ধশতকের দ্বারপ্রান্তে টাইগাররা

ছবি:

লজ্জার একটি রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। টি-টুয়েন্টি ক্রিকেটে আর একটি ম্যাচ হারলেই লজ্জার একটি রেকর্ডে নাম লেখাবে টাইগাররা।
ভারতের বিপক্ষে নিদাহাস ট্রফির প্রথম ম্যাচে হেরে টি-টুয়েন্টি ফরম্যাটে দল হিসেবে ৪৯তম হারের স্বাদ পেয়েছে টাইগাররা। শনিবার শ্রীলংকার বিপক্ষে নিজেদের ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।

আর এই ম্যাচে হেরে গেলেই টি-টুয়েন্টিতে ৫০তম ম্যাচে হারের স্বাদ পাবে বাংলাদেশ দল। বাংলাদেশের এই ম্যাচের প্রতিপক্ষরাও অবশ্য এই তালিকায় আছেন।
তাদের স্থান বাংলাদেশের উপরেই। টি-টুয়েন্টিতে মোট ৪৯টি ম্যাচ হেরেছে লঙ্কানরা। যদিও বাংলাদেশের সমান ম্যাচ হারতে লেগেছিল ১০৫টি টি-টুয়েন্টি ম্যাচ। যেখানে টাইগারদের ম্যাচ সংখ্যা মাত্র ৭২।
তবে এই তালিকায় সবার উপরে আছে কিউইরা। মোট ৫২টি ম্যাচে হেরে এই রেকর্ডে নিজেদের নাম বসিয়েছে কেন উইলিয়ামসন-রস টেইলরদের নিউজিল্যান্ড।