ব্যাপক নিরাপত্তায় জুমার নামাজে রিয়াদ-মুশফিকরা

ছবি:

বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয়া হয়েছে শ্রীলংকার ক্যান্ডিতে চলমান কারফিউ আপাতত স্থগিত রাখার। দেশটির সেনাবাহিনী কারফিউ উঠিয়ে নেয়ার সিদ্ধান্তের ব্যাপারে জানিয়েছে।
সেনাসূত্রকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গেল সোমবার থেকে চলে আসা এই কারফিউ চলার কথা মোট দশদিন। কিন্তু বর্তমানে প??িস্থিতি হাতের নাগালে আসায় এই সিদ্ধান্ত নেয় দেশটি সেনাবাহিনী।
এদিকে উগ্রপন্থী বৌদ্ধদের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে মুসলমানদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। এমনকি বাদ পড়ছে না মসজিদও। কিন্তু এতো সব কিছুর পরও শুক্রবার করা নিরাপত্তার মসজিদে জুমার নামাজে অংশ নিয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শুক্রবার কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জুমার নামাজ আদায় করতে যান জাতীয় দলের ক্রিকেটাররা। পুলিশ এবং সিকিউরিটি থাকার ফলে আর কোনো বড় ধরণের ঘটনা ঘটেনি।
শ্রীলঙ্কার নিরাপত্তা বাহিনী আজকের জুম্মার কথা চিন্তা করে মসজিদগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। সেদেশের পুলিশ এক বিবৃতিতে শান্তিপূর্ণ ভাবে ক্রিকেটাররা নামাজ আদায় করেছেন বলে নিশ্চিত করে।
ছবিঃ সিলন টুডে