প্রেমাদাসায় ব্যাটসম্যানদের ভরাডুবি

ছবি:

ভারতের বিপক্ষে অল্প রানের থামল বাংলাদেশের প্রথম ইনিংস। টসে হেরে আগে ব্যাট করে মাত্র ১৩৯/৮ রান তুলতে সক্ষম হয়েছে বাংলাদেশ। পুরো ইনিংস জুড়ে বড় জুটি গড়তে পারেনি রিয়াদের দল। ভারতীয় ফিল্ডারদের ক্যাচ মিসের মহড়ার দিনেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাংলাদেশি ব্যাটসম্যানরা।
লিটন দাস ও সাব্বির রহমান ছাড়া ব্যাটসম্যানদের কেউই ত্রিশের ঘর ছাড়াতে পারেনি। টপ অর্ডারে সৌম্য ও তামিম উইকেটে জমে গিয়েও শট নির্বাচনের ভুলে সাজঘরে ফিরে যান। একই ফাঁদে পা দেন মুশফিক, মাহমুদুল্লাহও।
দুই অংকের ঘরে পৌঁছেই বিদায় নেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যানরা। সেখান থেকে জুটি গড়ে দলের স্কোর একশ ছাড়াতে সাহায্য করে সাব্বির-লিটন জুটি। এক পর্যায়ে ১৫০-৬০ রানের স্বপ্ন দেখালেও ফের অসময়ে উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ।
লিটনের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৩০ বলে ৩৪ রান। লিটনের বিদায়ে সাব্বিরের ব্যাটে লড়াই করার মত পুঁজি প্রত্যাশা থাকলেও ইনিংসের দুই ওভার বাকি থাকতে দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান যোগ করে আউট হন তিনি।

শেষ পর্যন্ত ভারতকে ১৪০ রানের ছোট লক্ষ্য ছুঁড়ে দিতে সক্ষম হয় বাংলাদেশ। ভারতের হয়ে দিনের সেরা বোলার ছিলেন জয়দেব উনাদকাট। তিন উইকেট শিকার করেছেন তিনি । আরেক পেসার বিজয় শঙ্কর নিয়েছেন দুটি উইকেট।
ভারত একাদশ-
রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, সুরেশ রায়না, মনিষ পান্ডে, রিশাভ পান্ত, দীনেশ কার্তিক (উইকেট রক্ষক), ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শার্দূল ঠাকুর, জয়দেব উনাদকাট, যুগেন্দ্র চাহাল।
বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন কুমার দাস, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, নাজমুল ইসলাম অপু।