নিষিদ্ধ শাহজাদ

ছবি:

চলমান বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যে ব্যাকফুটে আছে রশিদ খানের আফগানিস্তান। এমনকি তারা ২০১৯ সালের বিশ্বকাপে খেলতে পারবেন কিনা সেটা নিয়েও দেখা দিয়েছে সংশয়।
এমন হতাশানজক পরিস্থিতিতে আরও একটি বড় ধাক্কা খেল আফগানিস্তান ক্রিকেট দল। বিশ্বকাপ কোয়ালিফাইয়ারে গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ খেলতে পারবেন না উইকেট রক্ষক মোহাম্মদ শাহজাদ।

গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচের জন্য নিশিদ্ধ করা হয়েছে ডানহাতি এই উইকেট রক্ষককে। জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে উইকেট নষ্ট করার কারণে এই শাস্তি পেতে হচ্ছে তাকে। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ২ রানে হারতে হয় রশিদ খানের দলকে।
সেই ম্যাচে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করার সময় ইনিংসের নবম ওভারে আউট হন শাহজাদ। ৩টি বাউন্ডারির সাহায্যে উইকেটে থিতু হয়ে খেলছিলেন তিনি। কিন্তু আউট হওয়ার পর চটে বসেন তিনি।
এরপরই ব্যাট দিয়ে উইকেটের মধ্যে জোড়ে আঘাত করেন। আঘাতে পিচে অতিরিক্ত ফাটল চোখে পড়ে। এদিকে তাকে নিষিদ্ধ করার পাশাপাশি ম্যাচ ফি'র ১৫ শতাংশ জরিমানাও করা হয়। এমনকি এক ডিমেরিট পয়েন্টও যোগ হয় তার নামের পাশে।