বুধবার পর্দা উঠছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের

সংবাদ
বুধবার পর্দা উঠছে প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেটের
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

দেশের ক্রিকেট তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন দেশের স্কুল ক্রিকেট সমৃদ্ধ হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তরফ থেকে বরাবরই চেষ্টা থাকে স্কুল ক্রিকেটের উন্নয়ন।

প্রতিবারই জেলা পর্যায়ে অনুষ্ঠিত হয়ে থাকে প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স ন্যাশনাল স্কুল ক্রিকেট টুর্নামেন্ট। সেই ধারাবাহিকতায় এবারো শুরু হতে যাচ্ছে কিশোরদের জন্য মর্যাদাপূর্ন এই আসর।

বুধবার (৭ই ফেব্রুয়ারি) পর্দা উঠবে জেলা পর্যায়ের জমকালো এই আসরের। বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট এমন সংবাদ প্রকাশ করেছে। তবে আসরের উদ্বোধন কে করবে তা এখনো জানা যায়নি।

জানা যায়নি এবারের আসর কোন ভেন্যুতে হবে সেটাও। এইসব বিষয় জানাতে মঙ্গলবার (৬ই ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

উল্লেক্ষ, গত আসরে শিরোপা জিতেছিল বালিয়াপুকুর বিদ্যানিকেতন। রাজশাহীর এই স্কুলটি ফাইনালে ৩৪ রানে হারিয়েছে মৌলভিবাজারের কাশিনাথ আলাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজকে। 


আরো পড়ুন: this topic