ডি ভিলিয়ার্স-ডু প্লেসিসের পর ইনজুরিতে ডি কক

ছবি:

ইনজুরি দুর্ভাগ্য যেন পিছু ছাড়ছেনা দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলকে। ওয়ানডে সিরিজ শুরুর আগে ইনজুরিতে পড়ে সিরিজের প্রথম তিন ওয়ানডের জন্য ছিটকে গিয়েছিলেন সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।
তবে সিরিজের চতুর্থ ওয়ানডে থেকে মাঠে ফিরবেন তিনি। ডি ভিলিয়ার্সের পর সিরিজের প্রথম ওয়ানডেতে দুর্দান্ত শতক হাঁকানো প্রোটিয়া দলপতি ফাফ ডু প্লেসিসও ইনজুরিতে পড়েন।
দলের এমন দুজন গুরুত্বপূর্ণ ক্রিকেটার ইনজুরি পড়ায় এমনিতেই ব্যাকফুটে ছিল প্রোটিয়া শিবির। এবার আরও একটি দুঃসংবাদ উড়ে এলো দলটির জন্য।

দলের উইকেট রক্ষক এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুইন্টন ডি ককও ইনজুরিতে পড়েছেন। ইনজুরির কারণে ছিটকে গিয়েছেন বাকি চার ওয়ানডে ম্যাচ থেকে।
শুধু তাই নয় টি-টুয়েন্টি সিরিজেও খেলতে পারবেন না এই বাঁহাতি ব্যাটসম্যান। জানা গিয়েছে ডি ককের সেরে উঠতে কমপক্ষে দুই থেকে চার সপ্তাহ সময় লাগবে।
তবে তার পরিবর্তে কে দলে জায়গা পাচ্ছেন সেটা এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি। দক্ষিণ আফ্রিকা দলের ম্যানেজার মোহাম্মদ মোসাজে বলেছেন, ‘রবিবার দ্বিতীয় ওয়ানডেতে ব্যাট করার সময় বাঁ হাতের কবজিতে বেশ বড় ধরনের আঘাত পেয়েছেন ডি কক।
এ ধরনের চোট সারতে দুই থেকে চার সপ্তাহ লাগে। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের মাসের টেস্ট সিরিজের জন্য তাকে প্রস্তুত করার লক্ষ্য থাকবে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার চিকিৎসক দলের।’