অলিম্পিকেও টি-টেন ক্রিকেট চান স্যামি-মরগানরা

সংবাদ
অলিম্পিকেও টি-টেন ক্রিকেট চান স্যামি-মরগানরা
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া

আজ থেকে মাঠে গড়াচ্ছে ক্রিকেটের নতুন ফরম্যাট টি-টেন ক্রিকেট। বিশ্ব ক্রিকেটের বড় বড় টি-টুয়েন্টির ফেরিওয়ালারা অংশ নিচ্ছেন এই লীগে। ক্রিকেটকে আরও আকর্ষণীয় করে তুলতেই এই ফরম্যাটের উদ্ভব। 

তবে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাট অলিম্পিকে গেমসের জন্যও উপযুক্ত বলে মনে করেন টি-টেন লীগে অংশ নেয়া দুই ক্রিকেটার ক্যারিবিয়ান ড্যারেন স্যামি এবং ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান। 

ইংলিশ অধিনায়ক ইয়ন মরগান জানিয়েছেন, টি-টুয়েন্টির চেয়ে টি-টেন অলিম্পিক গেইমসের জন্য বেশী উপযুক্ত। ক্রিক ইনফোকে তিনি জানান, 'টি-টুয়েন্টির চেয়ে টি-টেন ক্রিকেটে কম লাগে। তাই আমার কাছে মনে হয় এই ফরম্যাট অলিম্পিকের জন্য উপযুক্ত।'

অন্যদিকে ক্যারিবিয়ানদের হয়ে দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা অধিনায়ক ড্যারেন স্যামি মনে করেন এই ফরম্যাটটি অলিম্পিকে ক্রিকেটের দরজা খুলে দিবে। তিনি বলেন,

'এই ফরম্যাটটি ক্রিকেটের নতুন সংস্করণ। তবে এই ফরম্যাট নিয়ে আমি অনেক আশাবাদী। মনে করি অলিম্পিকে ক্রিকেটের দরজা খুলে দিবে এই টি-টেন ফরম্যাট। আশা করছি শিঘ্রি আমরা সুখবর পাবো এই ব্যাপারে।' 

আরো পড়ুন: this topic